ওয়েব ডেস্ক: গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল বাংলা নববর্ষের প্রথম দিন। ১৪৩১ কে বিদায় জানিয়ে পথ চলা শুরু হল ১৪৩২-এর। আর বাংলা নতুন বছরের হাত ধরে নতুনভাবে পথ চলা শুরু করল যিশু(Jishu Sengupta)-সৌরভ (Sourav Das)। বছরের প্রথমদিনই বড় ঘোষণা করলেন যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস।
তবে কী আসতে চলেছে নতুন?
আরও পড়ুন: নববর্ষেই সুরজিতের নতুন অধ্যায়! জানালেন কলকাতা টিভি অনলাইনকে
বাংলা ইন্ডাস্ট্রির দুই অভিনেতা যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস এবার নিজেদের নতুন প্রযোজনা সংস্থা খুললেন। নামও দিলেন মজার, ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’। বেশকিছু ছবি পোস্ট করে তাঁরা দুজনেই দর্শকদের এই কথা জানালেন।
তবে বেশকিছুদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিলই। দর্শকরা আগে থেকেই আন্দাজ করেছিল একসঙ্গে দুই তারকা দর্শকদের জন্য কোন সারপ্রাইজ আনতে চলেছেন। তবে সকলে মনে করেছিলেন তাঁরা একসঙ্গে হয়তো ফিল্মে ধরা দেবেন। কিন্তু গতকাল সেই জল্পনার অবসান ঘটিয়ে পথ চলা শুরু হল তাঁদের নতুন প্রযোজনা সংস্থার।
চলুন দেখে নেওয়া যাক তাঁদের ফটোশুটের কিছু ছবি
দেখুন অন্য খবর