নেট দুনিয়ায় তিনি এখন হট সেন্সেশন। বিকিনি থেকে ওয়েস্টার্ন, শাড়ি থেকে পশ্চিমী আউটফিটে পুরুষদের রাতের ঘুম কাড়ছেন এই বলিউড হিরোইন। নেটদুনিয়ায় তার সুপার সেক্সি বর্ণময় ছবি তোলপাড় করে দিচ্ছে। পুরনো ইমেজ কিছুটা ঝেড়ে ফেলে তার হট সেন্সেশন উপস্থিতি নেটদুনিয়ায় প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে। শরীর প্রদর্শনে এখন প্রথম সারির তারকাদেরও পিছনে ফেলে দিয়েছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ হট ছবি শেয়ার করে আগুন জ্বালিয়ে দিয়েছেন জাহ্নবী। সেডাক্টিভ পোজে রূপের আগুন ঠিকরে বেরোচ্ছে সেসব ছবি থেকে। উপচে পরা ভরা যৌবন ঝড়ের গতিতে ভাইরাল করেছে সেই সব সোশ্যাল মিডিয়ার ছবি। জাহ্নবীর অনাবৃত উরু কিংবা ক্লিভেজ আর ব্যাকলেস শরীরী ভাষা ভিড়মি খাইয়ে দিচ্ছে নেটিজেনদের। নিতম্ব প্লান্ট করে অনাবৃত উরতে আর আবেদনময়ী চাহনি তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মৎস্য কন্যার মতো ঢেউ খেলানো চাবুক ফিগার শ্রীদেবী-কন্যার ইউএসপি।
বিকিনি বেব-এর সেক্সি সেইসব ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। শুধু মায়ের দৌলতে নয় শ্রীদেবী-কন্যা বিটাউনে পরিচিত হয়েছেন সম্পূর্ণ নিজের দক্ষতায়। মাত্র দু’বছর আগে বলিউডে পা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন জাহ্নবী। বেশ কিছু ভাল ছবিতে কাজ করে তিনি এখন লাইম লাইটে। বলিউডে তার হাতে গোনা ছবি হলেও ইতিমধ্যেই প্রেমিকের সংখ্যা বেশ বাড়িয়ে ফেলেছেন তিনি। একের পর এক সম্পর্কে থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী। হরর কমেডি ‘রুহি’তে শেষবারের মতন দেখা গেছে জাহ্নবীকে। আসছে তার নতুন দুটি ছবি ‘দোস্তানা ২’ এবং ‘তখত’।