ওয়েব ডেস্ক: সদ্য ‘খাকি ২ ‘অর্থাৎ খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'(Khakee: The Bengal Chapter) হিন্দি ওয়েব সিরিজ(Hindi Web Series) যথেষ্ট নজর কেড়েছে দর্শকদের। একগুচ্ছ নামিদামি বাঙালি অভিনেতা এই সিরিজে দেখা গেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়,শাশ্বত চট্টোপাধ্যায়(Prasenjit Chattopadhya,Parambrata Chattopadhya,Sawata Chattopadhya) এর সঙ্গে সবচেয়ে বেশি নজর কেড়েছেন পুলিশ অফিসারের চরিত্রে জিৎ(Jeet)। টলিউডে তিনি লম্বা কেরিয়ার পার করেছেন।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরম,শাশ্বত প্রত্যেকেই বলিউডে কোন না কোন ভাবে কাজ করলেও এই প্রথম জিৎকে দেখা গেল। নীরজ পাণ্ডের(Neeraj Pande) এই সিরিজ সর্বভারতীয় দর্শকদের সঙ্গে জিৎ কে যথেষ্ট ভালো করে পরিচয় করিয়ে দিল।
আরও পড়ুন:‘কৃষ ৪’ এ নায়ক-খলনায়ক সবই হৃতিক! সঙ্গী একগুচ্ছ বলি নায়িকা!
তার অনুরাগীদের কথায় প্রথম দেখাতেই মাত করেছেন জিৎ। জিতের কথায় এতগুলো বছর আমি টলিউডের কাজ করলেও হিন্দি ইন্ডাস্ট্রির কেউ আমার কথা ভাবেনি। একজন হিন্দি ভাষা হিসেবে আমি সবসময় এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছিলাম। আমার জন্য বাংলায় কাজ করাটাই বড় অনেক বেশি চ্যালেঞ্জের।
অন্যদিক দিয়ে দেখলে বলা যেতে পারে বাংলার দুই সুপারস্টারকে একসঙ্গে বলিউড প্রথমবার পর্দায় নিয়ে এলো। এ প্রসঙ্গে ‘সাথী’ অভিনেতা বলেন আমরা বিভিন্ন সময় একসঙ্গে আড্ডা দিলেও যে যার নিজের মতন কাজ করেছি। আমরা যখন একসঙ্গে এই ওয়েব সিরিজের কাজ শুরু করেছি তখন কখনোই অনুভব করিনি যে এই প্রথম যৌথভাবে কাজ করছি। এটা আমাদের কাছে সত্যিই গর্বের যে একসঙ্গে অনেক টলিউড শিল্পী বাংলাকে হিন্দি প্লাটফর্মে নিয়ে আসতে পারলাম।