জয়া বচ্চন বলিউড শাহেনশার ঘরণী। তবে এটাই কিন্তু জয়া বচ্চনের একমাত্র পরিচয় নয়। বলিউডে তাঁর জায়গা পাকা। যদিও রীতিমতো বাছাই করে কাজ করেন তিনি। সেই জয়াই এবার আসতে চলেছেন ওয়েব প্ল্যটফর্মে। খুব শিগগিরই হয়তো দেখা যাবে তাঁর ‘সদাবাহার’ । শেষবার জয়া বচ্চনকে দেখা গিয়েছিল ‘কি অ্যান্ড কা’-তে। তাও সেখানে জয়া ছিলেন অতিথি শিল্পী হিসেবে। এবার অবশ্য গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে তাঁকে। ফেব্রুয়ারি মাসে একবার শুরু হয়েছিল ‘সদাবাহারে’র কাজ। তারপর অবশ্য লকডাউন শুরু হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল শ্যুটিং। মহারাষ্ট্রে ফের স্বাভাবিক অবস্থা ফিরে আসায় শুরু হয়েছে শুটিং। সোনি মনি এবং আন্ধেরির আপনা বাজারে এই সপ্তাহের মধ্যেই দুটো সিকোয়েন্সের শুটিং করা হয়েছে। করোনা পরিস্থিতির ওপর নজর রেখে বিশেষ সুরক্ষা বলয় অর্থাত্ বায়ো বাবলেই হয়েছে শুটিং। মাত্র ৫০জন কলাকুশলীকে নিয়েই চলেছিল ‘সদাবাহার’ মুম্বই শুটিং পর্ব। কলাকুশলীদের যাতে বিন্দুমাত্র শারীরিক কোন সমস্যা না হয় তার জন্য রীতিমতো সুরক্ষাবিধি মেনে চলেছে শুটিং। শুটিং পর্বের শেষে পোস্ট প্রোডাকশনের কাজ মেটার পরই ওটিটি-তে মুক্তি পাবে জয়া বচ্চনের ‘সদাবাহার’।