কলকাতা: গতকাল বালাসোরে করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ভয়াবহ মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত এই ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৪০ জন। আহত এর সংখ্যা হাজার ছুঁই ছুঁই। ভয়াবহ এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও।
দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন প্রায় এক হাজার জন। হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী প্রচুর ট্রেন প্রতিদিনই ছাড়ে। সেখানেই অন্যান্যদের পাশাপাশি বাংলাদেশের বহু মানুষ এই সমস্ত ট্রেনে সওয়ারি হন। তাঁরাও আসেন চিকিৎসার জন্য। ফলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে এই ট্রেনে হয়তো বেশ কয়েক জন বাংলাদেশি আছেন বা ছিলেন। তাঁদের জন্যই উদ্বেগ প্রকাশ করলেন জয়া।
এই মর্মে শনিবার বাংলাদেশ উপ-হাই কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে রয়েছে একটি হট লাইন নাম্বার +৯১ ৯০৩৮ ৩৫৩৫৩৩।
প্রসঙ্গত, এদিনের ট্রেন দুর্ঘটনায় অন্যান্যদের মতো উদ্বেগ প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া এদিন সকালে নিজেশ্বর মিডিয়া হ্যান্ডেল এ দুর্ঘটনা স্থলের নিকটবর্তী স্টেশনের কয়েকটি প্রয়োজনীয় ফোন নাম্বার এবং বেশকিছু প্রয়োজনীয় তথ্য ও ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন,’কারো পরিচিত কেউ এই ট্রেনে ট্রাভেল করলে খোঁজ নেবেন’। আশঙ্কা উদ্ধারকার যত এগোবে নিহত ও আহত এর সংখ্যা ক্রমশ বাড়বে। বেশ কিছু যাত্রী এখনো ট্রেনের মধ্যে আটকে রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কলকাতা থেকে পাঠানো হয়েছে বিশেষ প্রতিনিধি দল।
প্রসঙ্গত,গতকাল সাউথ সিটি মলের আইনক্সে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’র প্রিমিয়ারে ছবির অন্যতম নায়িকা জয়া আহসান উপস্থিত ছিলেন।