দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন এই অভিনেত্রী। সদ্য ৪১ বছরে পা দিয়েছেন তিনি। শুধু বাংলাদেশ নয় টলিউড একের পর এক জনপ্রিয় ছবিতে তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। কখনো কৌশিক গাঙ্গুলী কিংবা অতনু ঘোষ আবার একেবারে তরুণ প্রজন্মের পরিচালক সৌকর্য ঘোষাল সকলের সঙ্গে কাজ করতেই স্বাচ্ছন্দ প্রকাশ করেন ‘বিসর্জন’ নায়িকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় এত সাবলীল অভিনয় দেখে টলি-দর্শকরা অভিভূত।
আরও পড়ুন: মুখোমুখি তিন নোবেলজয়ী
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জয়া আহসানের পোস্ট করা কিছু খোলামেলা ছবি নেটিজেনদের নজর কেড়েছিল। জয়ার ফিল্মি কেরিয়ারের বয়স প্রায় দুই দশক। তার ফ্যাশনদুরস্ত এই পোশাক-এ যে গ্ল্যামারের বিচ্ছুরণ ঘটেছে তাতে রীতিমতো চ্যালেঞ্জ এর সামনে পড়েছেন নতুন প্রজন্মের অভিনেত্রীরা। শুধু রূপ নয় ফিটনেস-এ যে তিনি যথেষ্ট সচেতন তা বুঝিয়ে দিয়েছেন। তার পিঠ খোলা লাস্যময়ী অবতারে নিজেকে মেলে দেওয়া ছবিগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সময় কাটাচ্ছেন জয়া আহসান। নিউইয়র্ক থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন নিউইয়র্ক এর আনাচে কানাচে। ঘুরতে খুবই ভালোবাসেন জয়া। কাজের চাপে সেটা যে খুব একটা বেশী হযে ওঠে তা নয়। ছবিতে দেখা যাচ্ছে শুধু ঘোরা নয়, সুযোগ পেলেই বন্ধু-বান্ধবদের সঙ্গে রেস্তোরাঁয় বসছে খাওয়ার আসর। বিসর্জন নায়িকা নাকি খেতে ভালোবাসেন।
এবছর বেশকিছু টলিউডের ছবিতে তিনি কাজ করেছেন। তরুণ পরিচালক সৌকর্য ঘোষালের ‘ওসিডি’তে তাকে দেখা যাবে। এর আগেও এই পরিচালকের সঙ্গে ‘ভূতপরী’ ছবিটি তিনি করেছিলেন। বাংলাদেশ হাসান আজিজুল হকের উপন্যাস বিধবাদের কথা বললাম বলে নির্মিত ‘নকশী কাঁথার জমিন’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া।করোনার মধ্যে সব কাজ শেষ না হলেও,ধীর গতিতে এগোচ্ছে।