নতুন বাংলা ছবির কাজ নিয়ে ব্যস্ত জয়া আহেসান। বঙ্গভঙ্গ-র সময়ের প্রেক্ষাপটে নতুন বাংলা ছবির কাজে হাত দিয়েছেন পরিচালক সৌকর্য ঘোষাল। সেই ছবিতেই বিপ্লবীর চরিত্রে অভিনয় করবেন জয়া। সৌকর্যের নতুন ছবির নাম ‘কালান্তর’।
বঙ্গভঙ্গ-র সমকালীন বাংলার গল্প উঠে আসবে সৌকর্যের গল্পে। ছবিতে দেখা যাবে অরবিন্দ ঘোষ, বাঘা যতীনের মতো বিপ্লবী চরিত্রকে। থাকবে নাম না জানা আরও বহু বিপ্লবীকেও। সৌকর্যের ছবিতে জয়া ছাড়াও দেখা যাবে চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন সহ আরও অনেককে।
ছবিতে কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে দেখা যাবে জয়াকে। ইতিহাস নির্ভর এই ছবির চিত্রনাট্যের কাজ করতে গিয়ে রীতিমতো ইতিহাস নিয়ে নাড়াঘাঁটা করতে হয়েছে সৌকর্যকে। ছবির চিত্রনাট্য লিখেছেন সৌকর্যের স্ত্রী পূজা চট্টোপাধ্যায় এবং প্রিয়ক মিত্র।
বাংলা ছবির জগতে সৌকর্য অবশ্য বরাবরই নতুন ধারার ছবির জন্যই বিখ্যাত। তাঁর রেনবো জেলি-ই হোক বা রক্তরহস্য কিংবা পেন্ডুলাম – সব ছবিতেই নিজের জাত চিনিয়েছেন সৌকর্য। তাঁর ভূতপরী এবং ওসিডি-তেও কাজ করেছেন জয়া আহেসান। সৌকর্যের নতুন ছবি নিয়ে জয়ার কৌতূহল তুঙ্গে। কলকাতা এবং ঝাড়খণ্ডে হবে ছবির শ্যুটিং।