বলিউড এর ‘বাদশা’ যে তিনি তা ‘জওয়ান’ এর বক্স অফিসের রেকর্ডই বলে দিচ্ছে। সব রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখের ‘জওয়ান’। গতকাল অর্থাৎ রবিবার ‘জওয়ান’ এর আয় হয়েছে ৮১ কোটি টাকা। ওপেনিং ডে’র থেকেও এই আয় বেশি। বলিউডের ইতিহাসে রবিবারের আয় একদিনের সর্বোচ্চ আয় হিসেবে রেকর্ড করলো। ৩ দিনে অর্থাৎ শনিবার ছবিটি ৩৮৬ কোটি টাকার ব্যাবসা করেছে।বিশেষজ্ঞদের ধারণা ৪ দিনে অর্থাৎ রবিবার ছবিটি প্রায় ৫০০ কোটি ক্লাবে পৌঁছে যাবে ।
‘জওয়ান’ শুধু দেশে নয় বিদেশেও শাহরুখ ভক্তরা এই ছবি দেখতে হলে ভিড় করছেন। শুধু হিন্দি নয় অন্যান্য ভাষাতেও এই ছবি তাক লাগানোর মত ব্যবসা করছে।
শাহরুখ খান ছাড়াও পরিচালক অ্যাটলি কুমার এবং পুরো দল ছবির সাফল্যের পিছনে রয়েছেন। এছাড়াও আর একজনের অবদান যথেষ্ট উল্লেখযোগ্য। তিনি হলেন নাগপুরের বাসিন্দা প্রশান্ত ওয়াল্ডে। প্রশান্তকে ছবির বেশিরভাগ অ্যাকশন দৃশ্যে ব্যবহার করেছেন পরিচালক অ্যাটলি। ১৭ বছর ধরে শাহরুখের বডি ডাবল এর ভূমিকায় তিনি অভিনয় করে চলেছেন। শাহরুখের সমস্ত হিট ছবির পিছনে প্রশান্তের ভূমিকা অনস্বীকার্য। তাই জওয়ানের সাফল্যে শাহরুখের পাশাপাসি প্রশান্তও এখন লাইমলাইটে।
প্রশান্ত জানিয়েছেন শাহরুখের এই ছবিতে তিনি এই প্রথমবার প্রস্থেটিক মেক আপ করলেন। প্রায় এক মাস ধরে তিনি শুটিং করেছেন। তাকে সাজানো হয়েছিল বয়স্ক শাহরুখের লুকে। এই লুকের মেকআপ যাতে একই রকম থাকে সেজন্য নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা।
তিনি গত ১৭ বছর ধরে কিং খানের সঙ্গী হয়ে রয়েছেন। তার শরীরের কাঠামো অনেকটা শাহরুখের সঙ্গে মেলে। তাই পর্দায় যেখানে যেখানে শাহরুখের দ্বৈত ভূমিকা থাকে বা কিংবা তাকে অ্যাকশন দৃশ্যে দেখা যায়, সেখানে প্রশান্তের ডাক পড়ে।
‘জওয়ান’ ছবিতে এক জায়গায় দেখা যায় আজাদ রাঠোর তার বাবা বিক্রম রাঠোরকে জড়িয়ে ধরছে। সেখানে মূলত শাহরুখ খান এবং প্রশান্ত ছিলেন। শাহরুখকে যখন তরুণ আজাদের লুকে দেখানো হচ্ছে তখন প্রশান্তকে সাজানো হয়েছিল বুড়ো শাহরুখের মত করে। আবার শাহরুখ যখন নিজেই বুড়ো সেজেছেন, তখন প্রশান্ত সেজেছেন তরুণ শাহরুখ।
প্রসঙ্গত, ওম শান্তি ওম,ডন-২, চেন্নাই এক্সপ্রেস এর মতন একাধিক ছবিতে প্রশান্ত শাহরুখের বডি-ডাবল এর কাজ করেছেন। শাহরুখের কথা বলার ধরন তাঁর বডি ল্যাঙ্গুয়েজ সবটাই এতদিনে হুবহু আয়ত্ত করে ফেলেছেন প্রশান্ত। ‘জওয়ান’ এর সাফল্যের পর প্রশান্তের জনপ্রিয়তা এখন তুঙ্গে। তার পরিবার ও তাকে এভাবেই দেখে অভ্যস্ত।
***শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে শুধু হিন্দি ভার্সনে মোট আয় করে ৬৫.৫০ কোটি রুপি। এর আগের রেকর্ড ছিল শাহরুখের ‘পাঠান’ সিনেমার দখলে। এটি আয় করেছিল ৫৭ কোটি রুপি।
***চলতি বছরের শুরুতে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। মুক্তির প্রথম দিনে এটি ছিল এ বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। এ রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখের ‘জওয়ান’। প্রথম দিনে ৬৫.৫০ কোটি রুপি আয় করে এ তালিকার শীর্ষে রয়েছে সিনেমাটি।
***এক দিনে বিশ্বব্যাপী শত কোটি রুপির বেশি আয় করা বলিউড সিনেমার তালিকার শীর্ষে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’। তার পরের স্থান দখল করেছে ‘জওয়ান’ সিনেমাটি। প্রথম দিনে ‘জওয়ান’ আয় করে ১২৯.০৬ কোটি রুপি।
***দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। ভারতে সর্বকালের সবচেয়ে আয় করা তার সিনেমা হলো ‘চেন্নাই এক্সপ্রেস’। এটি আয় করেছিল ২২৭ কোটি রুপি। এখন এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘জওয়ান’।
***১০ সেপ্টেম্বর ছিল ‘জওয়ান’ মুক্তির চতুর্থ দিন। এদিন ভারতে হিন্দি ভার্সনে সিনেমাটি আয় করে ৭২ কোটি রুপি। বলিউডের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার শীর্ষে রয়েছে এটি।
*** দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার পরিচালনা করেছেন ‘জওয়ান’। তার নির্মিত ‘বিগিল’ সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৩০০ কোটি রুপি। এটি ছিল তার নির্মিত সবচেয়ে বেশি আয় করা সিনেমা। কিন্তু এরই মধ্যে ‘জওয়ান’ সিনেমা সেই রেকর্ড ভেঙে দিয়েছে।
***২০২৩ সালে বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে অন্যতম ‘জওয়ান’। গত ৪ দিন ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাহরুখ খানের এই সিনেমা। চলতি বছরে ভারতে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এটি এখন তৃতীয়। এ পর্যন্ত এটি ভারতে মোট আয় করেছে ২৮৮ কোটি রুপি। এ তালিকার শীর্ষে রয়েছে ‘পাঠান’, দ্বিতীয় অবস্থানে ‘গদর টু’।