কলকাতা: বছরের শুরুতে ‘পাঠানে’র (Pathan) পর শাহরুখ খান (Shah Rukh Khan) যে ‘জওয়ান’ (Jawan) দিয়েও ঝড় তুলবেন বক্স অফিসে (Box Office) সে আশঙ্কা করেছিলেন সকলেই। সিনেমাপ্রেমীদের উন্মাদনা সঙ্গে করে ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত এবং অ্যাটলী পরিচালিত ‘জওয়ান’। তারপর থেকেই গোটা দেশ যেন উৎসবের মেজাজে। ‘জওয়ানে’র অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছিল ১ সেপ্টেম্বর থেকে। সিনেমা হলে আসার আগেই ২৫-৩০ কোটির টিকিট বিক্রি হয়ে যায়। আর মুক্তির প্রথম দিনেই ৭৫ কোটির ব্যবসা করে এই ছবি। সোমবারেও জওয়ান ঝড় বজায় থাকল দেশ জুড়ে। অ্যাটলির অ্যাকশন ড্রামা ব্যবসা করেছে ৩০ কোটির।
শাহরুখ খানের এই অ্যাকশন থ্রিলার মুক্তি পায় বৃহস্পতিবার ৭ অগস্ট। আর শুরুতেই ‘পাঠানে’র রেকর্ড ভেঙে দেয়। বলিউডে সবথেকে বড় ওপেনিং দিয়েছিল এর আগে পাঠানই। যা ছিল ৫৭ কোটি। আর সেখানে জওয়ান দেয় ৭৫ কোটির ওপেনিং। এর মধ্যে হিন্দি ভার্সন ব্যবসা করে ৬৫.৫ কোটি। তামিল ৫.৫ কোটির। আর তেলুগু ৪ কোটির।শুক্রবার জওয়ানের আয়ের অঙ্ক ছিল ৫৩.২৩ কোটি। শনিবার ৭৭.৮৩ কোটি। রবিবার সর্বোচ্চ আয় হয় ছবিটির, ৮০.১ কোটি। সোমবার এই ছবি থেকে আয় হয়েছে ৩০ কোটি। সুতরাং, ভারতে মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ৩১৬.১৬ কোটি। ২০২৩ সালে ‘জওয়ান’ তৃতীয় বলিউড ছবি যা ভারতে 300 কোটির ঘর অতিক্রম করেছে।
আরও পড়ুন:রাজ্য জুড়ে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসবে? জানুন কী বলছে হাওয়া অফিস
বাণিজ্য বিশেষজ্ঞ রমেশ বালা জানিয়েছেন, বিশ্বস্তরে, ‘জওয়ান’ ইতিমধ্যেই বক্স অফিসে ৫৫০ কোটি পেরিয়ে গিয়েছে। বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইড রিপোর্ট করেছে, “ছবিটি ৫৯০ কোটি না হলেও বিশ্বব্যাপী ৫৭৫ কোটি অতিক্রম করবে।”