মুম্বই : শাহরুখ খানের(Shahrukh Khan) কেরিয়ারের সবচেয়ে দামি ছবি হতে চলেছে জওয়ান(Jawan)।৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে অ্যাটলি কুমার(Atlee Kumar) পরিচালিত কিং খানের(King Khan) এই অ্যাকশন-এন্টারটেইনিং ফিল্ম(Action-Entertaining Film)।বলিপাড়া সূত্রে জানা যাচ্ছে,সব মিলিয়ে ছবির বাজেট নাকি ৩০০ কোটি টাকা।এর আগে পাঠান(Pathaan)-ই ছিল বাদশা খানের কেরিয়ারের দামি ছবি।পাঠান-এর বাজেট ছিল ২২৫ কোটির মতো।তার চেয়ে জওয়ান-এর বাজেট অনেকটাই বেশি।ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন নয়নতারা,বিজয় সেতুপতি,দীপিকা পাডুকোনের মতো দুর্দান্ত অভিনেতা-অভিনেত্রীরা।গান,অ্যাকশন থেকে ভিএফএক্স জওয়ান-এর বাজেট নিয়ে মোটেও কৃপণতা দেখাননি কিং খান।ছবির ট্রেলার এবং দুটি গানে সেকথা ইতিমধ্যেই কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে।বক্সঅফিসে প্রায় ১১০০কোটি টাকার ব্যবসা করেছিল পাঠান।সেই রেকর্ড ভেঙে বক্সঅফিসে যে নতুন রেকর্ড গড়তে চলেছে জওয়ান সেকথা আর বলার অপেক্ষা রাখে না।
কিং খানের কেরিয়ারের অন্যতম সেরা প্যান ইন্ডিয়ান ফিল্ম হতে চলেছে জওয়ান।এর আগে পাঠান তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছিল।জওয়ান নিয়েও একই স্ট্র্যাটেজি নিয়েছেন শাহরুখ খান।কিন্তু এখানেই শেষ নয়,কারণ,জওয়ান পরিচালনার দায়িত্বে রয়েছেন বহু সুপারহিট তামিল ছবির পরিচালক অ্যাটলি কুমার। ছবিতে শাহরুখের নায়িকার চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় হিরোইন নয়নতারা। ভিলেনের চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে।পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় রয়েছেন প্রিয়মণি।ক্যামিও রোলে সঞ্জয় দত্তের সঙ্গে নজর কাড়বেন বিজয় তলপতি।এছাড়াও দীপিকা পাডুকোন,সানায়া মালহোত্রা,সুনীল গ্রোভররা তো রয়েছেনই।
সবমিলিয়ে চলতি বছরের অন্যতম সেরা ছবি হতে চলেছে জওয়ান।এতদিন বলিউড বাদশার কেরিয়ারের সবথেকে মূল্যবান ছবি ছিল পাঠান।যে ছবি বক্সঅফিসে ১১০০কোটি টাকার ব্যবসা করেছিল।সেই সব রেকর্ড ভেঙে দেবে জওয়ান।বলছেন বিশেষজ্ঞরা।