প্রেমিকার জন্য একটি ফ্রি টিকিটের ভক্তের আবেদনে শাহরুখের উত্তর শুনলেই বোঝা যায় ‘জওয়ান’ নিয়ে উত্তেজনার পারদ কতটা উপরে উঠেছে! কিং খানের আপকামিং ছবি ‘জওয়ান’ মুক্তির কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ৭ তারিখ অবধি তাঁর ভক্তরা উত্তেজনায় রয়েছেন। এর মধ্যেই ‘আস্ক এসআরকে’ সেশনে এসেছিলেন বলিউড বাদশা। সেখানেই এক অনুরাগী তার কাছে প্রেমিকার জন্য ফ্রি-টিকিটের আবদার করেছিলেন। উত্তরে শাহরুখ বলেন ‘বিনামূল্যে ভালবাসা তো দিচ্ছি ভাই,টিকিটের জন্য পয়সা লাগবে। সস্তায় রোমান্স হয় না। প্রেমিকাকে সঙ্গে নিয়ে গিয়ে টিকিট কিনুন# জওয়ান’।
প্রসঙ্গত, ইতিমধ্যেই শাহরুখের এই অ্যাকশন মুভির ৫ লক্ষ টিকিট অগ্রিম বিক্রি হয়ে গিয়েছে। শুধু তাই নয় জানা যাচ্ছে সকাল ছটার নাকি হাউজফুল ছটার সময়। অনেকেরই ধারণা নতুন রেকর্ড করতে চলেছে ‘জওয়ান’। চলচ্চিত্র বাণিজ্য- বিশ্লেষক মনোবালা বিজয় বালান গতকাল অর্থাৎ রবিবারের অগ্রিম বুকিং নিয়ে একটি আপডেট শেয়ার করেছেন টুইটারে। শুক্রবার খুলে দেওয়া হয়েছিল টিকিটের প্রিবুকিং উইন্ডো। কিছু কিছু সিনেমা হলে টিকিটের দাম নাকি উঠেছে আড়াই হাজার পর্যন্ত। মুক্তির অনেক আগেই ইতিমধ্যেই শাহরুখের ‘জওয়ান’ ছবি আয় করেছে ৯ কোটিরও বেশি টাকা। ভারতের বিভিন্ন শহরের ব্রেক-আপ শেয়ার করে নিয়েছেন মনোবালা।
অন্যদিকে আরেকজন বলিউড বিশ্লেষক তরণ আদর্শ জওয়ানের অগ্রিম বুকিং এবং বিভিন্ন শহরের মর্নিং শো সম্পর্কে লিখেছেন, ‘জওয়ান জাতীয় চেইনে যথেষ্ট অগ্রগতি করছে। এমনকি সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলে অগ্রিম বুকিং এর স্ট্যাটাসও দারুন। প্রচন্ড চাহিদার জন্য মর্নিং শোর টিকিট বিক্রি বেড়ে গেছে। মানুষ সকাল ছটার টিকিট কিনতে হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছেন।’
আশা রাখা হচ্ছে, বছরের শুরুতে মুক্তি পাওয়া পাঠানের মতো দুর্দান্ত ব্যবসা করবে জওয়ান-ও। আশা করা যাচ্ছে, বিশ্বব্যাপী ১০০ কোটি প্লাস ওপেনিং দেবে জওয়ান। আর মোট আয় ১০০০ কোটি ছাড়িয়ে যাবে বিশ্বব্যপী। জওয়ান ছবিতে বাবা-ছেলে, একইসঙ্গে দুই ভূমিকাতেই দেখা মিলবে বাদশার। ছবির ট্রেলার জুড়ে মারকাটারি অ্যাকশন, আর শিহরণ জাগানো সংলাপ।অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় শাহরুখের নায়িকা নয়নতারা। ভিলেন কালী অর্থাৎ বিজয় সেতুপতি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও দেখা যাবে সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের।