বক্স অফিসে ‘জওয়ান’ এর বিজয় রথ থামছেই না। শাহরুখের দুরন্ত ব্যাটিং টানটান ভারত-পাক ম্যাচ কেও যেন পিছনে ফেলে দিয়েছে। পাঠান মুক্তির পর শাহরুখ বুঝিয়ে দিয়েছিলেন বলিউড বাদশা আবার সিংহাসনে ফিরে এসেছেন। কিং খানকে নিয়ে শুরু হয়েছে কার্যত এক উৎসব। ‘জওয়ান’ এদেশে খাতা খুলেই প্রথম দিন ঘরে তুলেছিল ৭৫ কোটি টাকা। বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে শাহরুখের এই ছবি। শাহরুখের ভক্তদের মতে শাহরুখের প্রতিদ্বন্দ্বী একমাত্র তিনি নিজেই।
প্রেক্ষাগৃহে গিয়ে যাদের এখনো ছবি দেখার সৌভাগ্য হয়নি কিংবা একবার দেখে আঁশ মেটেনি তাঁরা অপেক্ষা করে আছেন ওটিটিতে এই ছবি কবে মুক্তি পাবে! তাঁদের জন্য সুখবর এসে গেছে। জানা যাচ্ছে, নেটফ্লিক্সে দেখা যাবে ‘জওয়ান’। সূত্রের খবর ২৫০ কোটি টাকায় নেটফ্লিক্স কিনে নিয়েছে এই ছবির স্বত্ব। যদিও কবে থেকে এই ছবি ওয়েবে দেখা যাবে তা নিয়ে কিছুই খোলসা করেননি কর্তৃপক্ষ।