এই মুহূর্তে মালায়লম ছবি হেলেন- এর হিন্দি রিমেকে কাজ করছেন জাহ্নবী কাপুর। বলিউডে আসার পর থেকে গোটা চারেক ছবিতে কাজ করেছেন শ্রীদেবী-কন্যা। জানুর কোনও ছবিই সে ভাবে নজর কাড়েনি দর্শকের যদিও খাটতে ভয় পান না জাহ্নবী কাপুর। রীতিমতো পরিশ্রমী অভিনেত্রী তিনি।
আরও পড়ুন : ‘অন্তিম…’ লড়াই জিতল কে?
সদ্যই এক ইন্টারভিউ-তে নিজের হার্ড ওয়ার্কিং নিয়ে কথা বলছিলেন জাহ্নবী। অভিনয় স্কিলের উন্নতির জন্য বরাবরই ছবি দেখেন জাহ্নবী। শ্যুটিং সেটে তাঁর একটা বাতিক কাজ করে, যতক্ষণ না তিনি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েন ততক্ষণ জাহ্নবীর মনে হয় অভিনয়টা ঠিকঠাক করা হচ্ছে না। আর তাই যতক্ষণ না পুরোপুরি পরিশ্রান্ত হয়ে পড়ছেন তিনি ততক্ষণ ভাল অভিনয়ের খিদেটা মেটে না জাহ্নবীর।
হেলেন-এ কাজ করতে গিয়ে জাহ্নবী অবশ্য পরিশ্রম কাকে বলে তা হাড়ে হাড়ে টের পেয়েছেন। এক একটা শেডিউলে এত বেশি পরিশ্রান্ত হয়ে পড়তেন তিনি, যে তখনই বুঝতে পারতেন অভিনয়টা ঠিকঠাক হয়েছে। হেলেন-এর কিছু কিছু শেডিউল জানুর জন্য রীতিমতো কষ্টকর ছিল তবে কোনও কোনও শেডিউলে এত মজা করে কাজ করেছেন তিনি যে একেবারে পিকনিকের মতো করে শ্যুটিং সেরেছেন।
আরও পড়ুন : পৃথ্বীরাজের সভাকবি সোনু