মুম্বই : দেবারা(Devara)-র শ্যুটিং সেরে বেজায় খুশি বলি অভিনেত্রী জাহ্নবী কাপুর(Janhvi Kapoor)।কোরাতলা শিবা(Koratala Shiva) পরিচালিত প্যান ইন্ডিয়ান ফিল্ম(Pan Indian Film) দেবারা-য় জুনিয়র এনটিআরের(Junior NTR) সঙ্গে জুটি বেঁধেছেন শ্রীদেবীকন্যা।এটাই জাহ্নবীর কেরিয়ারের প্রথম দক্ষিণী ছবি হতে চলেছে।ছবিতে ভিলেনের ভূমিকায় রয়েছেন সইফ আলি খান(Saif Ali Khan)।পাশাপাশি দেবারা ছবিতে অভিনয় করেছেন প্রকাশ রাজ(Prakash Raj) ছাড়াও আরও বেশ কিছু দক্ষিণী তারকা।কলাকুশলীরা জানাচ্ছেন ইতিমধ্যেই নাকি নিজের শ্যুটিং পর্ব শেষ করেছেন ছবির নায়িকা জাহ্নবী কাপুর। সম্প্রতি দেবারা-য় নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী।জানু জানিয়েছেন,জুনিয়র এনটিআরের আতিথেয়তায় মুগ্ধ তিনি।সুদূর হায়দরাবাদে অভিনয় করতে গিয়ে নায়িকা বুঝতেই পারেননি যে বাড়ির বাইরে রয়েছেন।বরং শ্যুটিং ফ্লোরে ঢুকলে জাহ্নবীর মনে হত নিজের বাড়িতেই রয়েছেন তিনি।ছবির বক্সঅফিস সাফল্য নিয়ে রীতিমতো আশাবাদী জাহ্নবী কাপুর।২০২৪সালের এপ্রিলের শুরুতেই মুক্তি পাবে দেবারা।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জাহ্নবী কাপুরের ডেবিউ নিয়ে জল্পনা বহুদিনের।অবশেষে গতবছরই জানা গিয়েছে,কোরাতলা শিবা পরিচালিত তেলুগু তারকা জুনিয়র এনটিআরের ৩০তম ছবির নায়িকা হতে চলেছেন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে।তিনি যে আরআরআর তারকার বড় ভক্ত,এবং তাঁ সঙ্গে অভিনয় করার জন্য উন্মুখ হয়ে রয়েছেন সেকথা বহুবার ইন্টারভিউতে স্বীকার করে নিয়েছেন জাহ্নবী কাপুর।শেষ পর্যন্ত তেলুগু সুপারস্টারের নায়িকা হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি।ইতিমধ্যেই জানা গিয়েছে ছবির নাম হতে চলেছে দেবারা।জাহ্নবীর জন্মদিনে তাঁর লুকও প্রকাশ্যে এসেছে।শোনা যাচ্ছে,দেবারা একটি দুর্দান্ত অ্যাকশন ফিল্ম হতে চলেছে।ছবির ফার্স্ট লুকেই সে কথা স্পষ্ট হয়ে গিয়েছে।আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সব স্টান্ট আর্টিস্টরা ছবিতে কাজ করেছেন।ইতিমধ্যেই নাকি ছবির শ্যুটিং সিংহভাগ মিটে গিয়েছে।র্যাপ আপ করেছেন জাহ্নবী কাপুর।বলি অভিনেত্রীর কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।ছবিতে জুনিয়র এনটিআর,জাহ্নবী কাপুর ছাড়াও ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন সইফ আলি খান।দেখা যাবে প্রকাশ সহ একঝাঁক দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীকে।দেবারা-য় থাকছে ভিএফএক্সের দুর্দান্ত কারিগরী।যে কারণে ছবির পোস্ট প্রোডাকশনে বেশ খানিকটা সময় নিতে চান পরিচালক কোরাতলা শিবা।আগামী বছর ৫এপ্রিল সিনেমাহলে মুক্তি পাবে দেবারা।