ওয়েব ডেস্ক: কাল চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়(Red Carpet of Cannes Film Festival) প্রথমবারের জন্য হাঁটলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। গতকাল অর্থাৎ মঙ্গলবার তার অভিনীত ‘হোমবাউন্ড'(Homebound) ছবির টিমের সঙ্গে লাল গালিচায় ‘মহারানি’র বেশে রূপের দ্যুতি ছড়ালেন অভিনেত্রী। ছবিটি এবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। উত্তর পূর্ব ভারতের এক গ্রামের কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি। ডিজাইনার তরুণ তেহেলায়নির(Designer Tarun Tahiliani) তৈরি করা গোলাপি রঙের পোশাক বেছে নিয়েছিলেন জাহ্নবী। বেনারা সেই তৈরি হয়েছে অভিনেত্রী এই বিশেষ পোশাকটি। ভারতীয় ডিজাইনের এ বিশেষ পোশাকটি পড়ে কানের মঞ্চে আসতে পেরে যথেষ্ট গর্বিত তিনি।
আরও পড়ুন:‘উই আম্মা’র পর মায়ের ‘টিপ টিপ বর্ষা পানি’ গানেও ‘রাশা আগুন’
প্রসঙ্গত, এবারের কান চলচ্চিত্র উৎসবে(Cannes Film Festival) উপস্থিত ছিলেন এক ঝাঁক ভারতীয় তারকা। যাদের মধ্যে ছিলেন বর্ষিয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর(Sharmila Tagore) ও সিমি গেরওয়াল(Simi Gerewal)। এবছর সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি'(‘Aranyer Dinratri’ of Satyajit Ray) ছবিটি বিশেষ প্রদর্শন ছিল উৎসবে। এই দুই অভিনেত্রী এই ছবিতে কাজ করেছেন।
‘হোমবাউন্ড’ ছবির সহ অভিনেতা ঈশান খট্টরও ছিলেন জাহ্নবীর সঙ্গে। জাহ্নবীর উজ্জ্বল গোলাপী পোশাক শুধু দর্শকদের নজর কাড়েনি। এছাড়া নজর পেরেছিল তার ঘোমটা। নেটিজেনদের অনেকের মনে হয়েছে অভিনেত্রীর এই লুক তার মা শ্রীদেবীর কথা স্মরণ করিয়ে দিচ্ছিল। তাতেই তার অনুরাগীরা মুগ্ধ। অনেকেই লিখেছেন গানের লাল গালিচায় জাহ্নবী যেন তাঁর মাকে উপস্থাপন করছেন।
৭৮ তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটার নানা মুহূর্ত ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। এই বিশ্ব মঞ্চে জাহ্নবী কেবল শরীরি সৌন্দর্য ছড়াননি। বরং উপস্থিত দর্শকদের সঙ্গে দারুণভাবে যোগাযোগ স্থাপন করেন। সেলফির পাশাপাশি অটোগ্রাফ দেন ‘ধড়ক’ তারকা।