‘ভূজ: দা প্রাইড অব ইন্ডিয়া’ ছবিতে শ্রেয়া ঘোষালের গাওয়া একটি গান গতকাল বুধবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। ‘জালিমা কোকা কোলা’ জনপ্রিয় এই গানটির সঙ্গে কোমর দুলিয়েছেন বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। গানটিতে নোরাকে দেখা যাচ্ছে সোনালী নীল রঙের ঘাগরাতে। এই গানের সঙ্গে নোরার পায়ের স্টেপ এবং শরীরী ভাষা আবার দর্শকদের মন জয় করে নিল। মুহূর্তে ভাইরাল শ্রেয়ার গান আর নোরার নাচের যুগলবন্দী।এই ছবিতে নোরাকে দেখা যাবে এক গুপ্তচরের ভূমিকায়। এটি একটি ভারতের ঐতিহাসিক যুদ্ধের পটভূমিতে তৈরি নাটকীয় চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন অভিষেক দুধাইয়া। ছবিটি ১৯৭১ অ্যাড ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন তৎকালীন ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার বিজয় কর্ণিকের জীবনী অবলম্বনে তৈরি।বিগ বস রিয়েলিটি শো এর মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রেখেছিলেন নোরা। তেলেগু ভাষার বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করেছিলেন। পরে বলিউডের কয়েকটি ছবির গানের সঙ্গে নেচে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অজয় দেবগন। ছবিটিতে অজয় ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত,সোনাক্ষি সিনহা,অ্যামি ভির্ক। আগামী ১৩ আগস্ট ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
বিজয় কার্নিকের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ। পরিচালনায় অভিষেক দুধাইয়া। প্রযোজনা সংস্থা টি-সিরিজ এবং অজয় দেবগণ ফিল্মস। ছবিটি একাত্তরের ভারত-পাক যুদ্ধের পটভূমি উঠে এসেছে। বিমানবন্দরকে কীভাবে স্থানীয় মাধোপুর গ্রামের ৩০০ মহিলার সাহায্য নতুন ভাবে গড়ে তুলবেন এই বায়ুসেনা আধিকারিক। সেই নিয়ে গল্পের জাল বোনা হয়েছে ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’তে।ট্রেলারে ভুজ বিমাননবন্দরে এয়ার স্ট্রাইক দেখানো হয়েছে। ভারত কীভাবে পাকিস্তান সেনাবাহিনীকে থামিয়েছে সেই দিকটি তুলে ধরা হয়েছে।