দক্ষিণী ছবির ‘আইকন স্টার’ কে এবার পর্দায় দেখা যাবে শ্রীদেবী কন্যার সঙ্গে। সূত্রের খবর ‘আইকন স্টার’ আল্লু অর্জুনের বিপরীতে এবার কাজ করতে চলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। জান নবী কে এই প্রথমবারের মতো তেলেগু ছবিতে দেখা যাবে। ছবিটির নাম ‘আইকন’ । এই ছবিটি পরিচালনা করবেন ভেনু শ্রীরাম। ছবিতে জাহ্নবী ছাড়াও আর একজন নায়িকা থাকবেন। প্রসঙ্গত, এর আগেও জাহ্নবীর তেলেগু ছবিতে কাজ করার ব্যাপারে নানান গুঞ্জন শোনা গিয়েছিল।
আরও পড়ুন: ফিরছে রাজকুমার-জাহ্নবী জুটি
জাহ্নবীর কথায়, তিনি নাকি সঠিক সুযোগের অপেক্ষায় ছিলেন। পছন্দের চিত্রনাট্য পেলে দক্ষিণী ছবিতে তাকে দেখা যাবে বলে তিনি আগেই আশা প্রকাশ করেছিলেন। এই মুহূর্তে আল্লু অর্জুন ‘পুষ্পা-দ্য রাইজ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবির কাজ শেষ হলেই তিনি ‘আইকন’ ছবির শুটিং শুরু করবেন। সম্প্রতি মুক্তি পেয়েছে পুষ্পা ছবির গান ‘ডাক্কো ডাক্কো মেকা’। কিন্তু নির্মাতারা মুক্তি দেওয়ার আগেই এই গানের ভিডিও ফাঁস হয়ে যায়। শুধু গান নয় এই ছবির একটি ফাইটিং সিকোয়েন্স এর ভিডিও ফাঁস হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আল্লু খলনায়ক এর সঙ্গে মারপিট করছেন। তার লম্বা চুল ও দাড়ি রয়েছে। এই ফাইটিং সিকোয়েন্সে ছবির নায়িকা রাশমিকা মান্দানা কেও দেখা গেছে। পরপর দুটি ভিডিও ফাঁস হওয়াতে আলু এবং ছবির নির্মাতারা বেশ চিন্তিত। এব্যাপারে সাইবারক্রাইম বিভাগে অভিযোগ করা হয়েছে।