চলতি সপ্তাহের প্রথম তিন থেকে ছিটকে গেল জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহে কোন ধারাবাহিক কেমন পারফর্ম করলো তার রেজাল্ট প্রকাশ হলো আজ বৃহস্পতিবার। ‘তোমাদের রানী’ ধারাবাহিক প্রথম থেকেই বাড়তি আকর্ষণ তৈরি করতে পেরেছিল। ‘অনুরাগের ছোঁয়া’কে পিছনে ফেলে জি বাংলার এই ধারাবাহিক বেঙ্গল টপারও হয়েছে। চলতি সপ্তাহে চার নম্বরে স্থান পেয়েছে ‘জগদ্ধাত্রী’।
‘তোমাদের রানী’ শুরুর পর থেকেই প্রথম তিনি ছাই হয়েছিল। অঙ্কিতা মল্লিক- সৌম্যদীপ মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিক যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে।
যদিও রানী-দুর্জয়ের গল্প প্রথম সপ্তাহে সেরা দশের তালিকাতেই আসতে পারেনি। তবুও প্রথম সপ্তাহেই অভিজ্ঞ ‘গৌরী এলো’কে হারিয়ে স্লট লিডার ‘তোমাদের রানী'(৪.৪)
চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সেরা হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। ৮.৮ নম্বর পেয়ে প্রথম স্থানে স্টার জলসার এই মেগা সিরিয়াল। দু নম্বরে রয়েছে ‘ফুলকি’। জগদ্ধাত্রীকে টপকে তিন নম্বরে উঠে এসেছে ‘নিম ফুলের মধু’।
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৮)
দ্বিতীয়- ফুলকি (৮.৩)
তৃতীয়- নিম ফুলের মধু (৮.২)
চতুর্থ- জগদ্ধাত্রী (৮.০)
পঞ্চম- রাঙা বউ (৭.৫)
ষষ্ঠ- সন্ধ্যাতারা/ কার কাছে কই মনের কথা/ হরগৌরী পাইস হোটেল (৬.৭)
সপ্তম- খেলনা বাড়ি (৬.৪)
অষ্টম- Love বিয়ে আজকাল (৬.১)
নবম- তুঁতে (৬.০)
দশম- বাংলা মিডিয়াম (৫.৫)