দক্ষিণী ছবিতে দেখা যাবে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে।অবশ্য এর মধ্যে নতুন কিছু নেই.এর আগেও একাধিক দক্ষিণী ছবিতে কাজ করেছেন সলমনের এই বান্ধবী। তবে এবার যে দক্ষিণী মেগাস্টারের ছবিতে কাজ করছেন জ্যাকি,তাঁর নামটা শুনলে কিন্তু চমকাবেন। আর কেউ নন, তিনি দক্ষিণী ছবির অন্যতম সুপারস্টার কিচ্চা সুদীপ।ইতিমধ্যেই অনেক দক্ষিণী অভিনেতার সঙ্গে কাজ করলেও কিচ্চা সুদীপের সঙ্গে দেখা যায়নি ‘কিক’–এর নায়িকাকে। অবশেষে নতুন কন্নড় ছবি ‘বিক্রান্ত রোনা’–তে একসঙ্গে দেখা যাবে দুজনকে।শোনা যাচ্ছে, রবিবারই ছবির শ্যুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। তবে গোটা ছবি জুড়ে কিন্তু মোটেও থাকছেন না জ্যাকলিন.একটি ক্যামিও রোলে থাকছেন তিনি.পাশাপাশি একটি আইটেম সংয়েও লাস্য ছড়াবেন অভিনেত্রী.সুদীপের ‘বিক্রান্ত রোনা’ একটি অ্যাডভেঞ্চার থ্রিলার, এমনটাই খবর।