ওয়েব ডেস্ক: দু’শো কোটি টাকার বিশাল আর্থিক কেলেঙ্কারিতে ফের একবার আইনি বিপাকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। দিল্লি হাইকোর্টে (Delhi High Court) জামিনের জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিয়েছে বৃহস্পতিবার। এই মামলার মূল অভিযুক্ত ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই জ্যাকলিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।
ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর তদন্তে জানা গিয়েছে, শুধু ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ টাকার উপহারই নয়, অভিনেত্রী নাকি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (যা তাঁর ভাই ও বোনের নামে) ১,৭২৯১৩ মার্কিন ডলার ও ২৬,৭৪০ অস্ট্রেলিয়ান ডলার পাঠানোর অনুরোধও করেছিলেন সুকেশকে। এই তথ্য ইডির চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: পড়ন্ত রোদে লাল গাউনে ঝড় তুললেন শুভশ্রী
জ্যাকলিন যদিও বারবার দাবি করেছেন, তিনি জানতেন না সুকেশের দেওয়া উপহারের অর্থের উৎস কোথা থেকে এসেছে। তাঁর বক্তব্য, তিনি বিশ্বাস করে উপহার নিয়েছিলেন। তবে তদন্তকারীদের দাবি, জেরা চলাকালীন জ্যাকলিন একাধিক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন এবং সচেতনভাবেই অপরাধের টাকা ব্যবহার করেছেন। এমনকি সুকেশ গ্রেফতার হওয়ার পর অভিনেত্রী নিজের ফোন থেকে একাধিক তথ্য মুছে ফেলেন বলেও দাবি ইডির।
অন্যদিকে, জেলে বসেই সুকেশ বারবার দাবি করেছে, এই মামলায় জ্যাকলিন কোনওভাবেই জড়িত নন। হোয়াটসঅ্যাপ বার্তায় নাকি সে অভিনেত্রীকে আশ্বাস দিয়েছিল— “তোমায় কোনও ঝঞ্ঝাটে পড়তে দেব না।” কিন্তু বাস্তবে সেই ঝঞ্ঝাটেই জড়িয়ে পড়েছেন জ্যাকলিন। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী এখন কার্যত এক ভয়ানক আইনি সঙ্কটে। জামিনের দরজা বন্ধ হয়ে যাওয়ায় তাঁর ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা।
দেখুন আরও খবর: