‘সাপের মুখে চুমু খেয়ে কাজ হারাচ্ছেন জনপ্রিয় নায়িকা…’ এমনটাই অভিযোগ করছেন নেটিজেনরা। সম্প্রতি ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে এই বলিউড হার্টথ্রব অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর মামলায় বলিউড তারকা অভিনেত্রীর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি ১০ কোটি টাকার উপহার নিয়েছেন।এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দেওয়া তথ্যমতে, সুকেশ চন্দ্রশেখর স্বীকার করেছেন, জ্যাকলিনকে ৫২ কোটি টাকা মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ‘কিক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বিড়াল পছন্দ করেন। এজন্য তাকে ৯ লাখ টাকার বিড়ালও উপহার দিয়েছেন সুকেশ। তিহার জেল থেকে জ্যাকলিনকে ফোন করতেন তিনি। চকোলেট, ফুলের তোড়াও পাঠাতেন।জ্যাকলিনের টাকা লেনদেন সংক্রান্ত কিছু তথ্য ইডির হাতে নাকি এসেছে।অনেকেই ধারণা করছেন, সুকেশ ও জ্যাকলিনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। তার মধ্যেই সুকেশের গালে চুম্বন করছে জ্যাকলিন সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাই দেখে নেটিজেনরা ভাবছেন সাপের মুখে চুম্বন করে জ্যাকলিন একের পর এক কাজ হারাচ্ছেন। রবিবার মুম্বই বিমানবন্দরে ইমিগ্রেশন আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে। খুব শীঘ্রই দিল্লিতে গিয়ে জ্যাকলিনকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে।এর ফলে একের পর এক কাজ হারাচ্ছেন জ্যাকলিন। আগামী ১০ ডিসেম্বর সলমন খানের রিহাদে দা-বাং কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল জ্যাকলিনের। শোনা যাচ্ছে সলমন নাকি জ্যাকলিন এর জায়গায় অন্য কোন অভিনেত্রীকে নেওয়ার কথা ভাবছেন।