মুম্বই : সুজয় ঘোষ(Sujoy Ghosh) পরিচালিত থ্রিলার ফিল্ম(Thriller Film) জানে জান(Jaane Jaan)-এ অভিনয় করে ওটিটি দুনিয়ায় পা রাখতে চলেছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান(Kareena Kapoor Khan)।২১ সেপ্টেম্বর বেবোর(Bebo) জন্মদিন উপলক্ষে নেটফ্লিক্সে(Netflix India) মুক্তি পাবে জানে জান।শনিবার সোশ্যাল সাইটে প্রকাশ্যে এল ছবির পোস্টার(Poster)।করিনার সঙ্গে ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত(Jaideep Ahlawat) ও বিজয় ভার্মা(Vijay Varma)।ওটিটিতে ডেবিউ করছেন বেবো(Bebo),তাই কবে ছবির ট্রেলার মুক্তি পাবে সেই নিয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায় রয়েছে রীতিমতো জল্পনা।জানে জান-এর পোস্টারে ট্রেলার মুক্তির দিনক্ষণও জানিয়েছে নেটফ্লিক্স।সব জল্পনার অবসান মঙ্গলবারই প্রকাশ্যে আসতে চলেছে জানে জানে-এর ট্রেলার।
View this post on Instagram
ইতিমধ্যেই ওটিটিতে পা রেখেছেন মাধুরী দীক্ষিত নেনে,জুহি চাওলা,কাজলের মতো নাইনটিজের জনপ্রিয় নায়িকারা।এবার ওটিটিতে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী করিনা কাপুর খান।২০২২ সালে থ্রিলার নভেল দ্য ডেভোশন অফ সাসপেক্ট এক্স-এর কাহিনি অবলম্বনে দুর্দান্ত একটি থ্রিলার ফিল্ম জানে জান তৈরি করেছেন কাহিনি খ্যাত পরিচালক সুজয় ঘোষ।যে ছবিতে লিড রোলে রয়েছেন করিনা কাপুর খান।এর আগে বেবো ছবিতে যে ধরণের চরিত্রে অভিনয় করেছেন।সুজয়ের নতুন থ্রিলার ফিল্মে করিনার চরিত্রটি একদমই আলাদা।পাশাপাশি ছবিতে দেখা যাবে পাতাললোক খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াতকে।গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় ভার্মা।বড়পর্দার বদলে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তির করেছেন নির্মাতারা।
View this post on Instagram
ছবির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ্যে এনে ছবির নাম ঘোষণা করেছে নেটফ্লিক্স।সুজয় ঘোষের পরিচালনায় জানে জান ছবির হাত ধরে ওটিটির দুনিয়ায় পা রাখছেন বেবো।তাই থ্রিলার ফিল্ম ঘিরে ভক্তদের মতো একই রকম উচ্ছ্বসিত নায়িকা।নিজের ইনস্টা হ্যান্ডেলে নতুন ভিডিও প্রকাশ্যে এনেছেন করিনা।যাতে বেবো বুঝিয়ে দিয়েছেন নেটফ্লিক্সে আসতে চলেছে তাঁর নতুন ছবি।অ্যানাউন্সমেন্ট টিজারে করিনার পাশাপাশি নজর কেড়েছেন বিজয় ভার্মা,জয়দীপ আহলাওয়াতরাও।পাতাললোক সিরিজের হাতিরাম চৌধুরী ওরফে জয়দীপ আহলাওয়াতকে এই ছবিতে একদম অন্যরকম লুকে দেখবেন দর্শক।আগামী ২১ সেপ্টেম্বর ৪৩পূর্ণ করে ৪৪এ পা দেবেন করিনা কাপুর খান।অ্যানাউন্সমেন্ট টিজারের পর সদ্যই প্রকাশ্যে এসেছে জানে জান-এর পোস্টার।তাতেই নেটফ্লিক্স জানিয়েছে বলিউডের জনপ্রিয় নায়িকার জন্মদিনেই মুক্তি পাবে জানে জান।৫ সেপ্টেম্বর প্রকাশ্যে আসবে থ্রিলার ফিল্মের ট্রেলার।
View this post on Instagram