বলিউডের ‘সুপারস্টার’রা অতিমানব। রিল লাইফ হোক বা রিয়েল শাহরুখ-সলমন- আমির মানেই এক চুটকিতে সবটা বদলে দেওয়ার ক্ষমতা। তবে বদলে যাওয়া বিনোদন দুনিয়ায় ‘সুপারস্টার’ শব্দটাই যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। শাহরুখ- আমির- সলমনের পর নতুন প্রজন্মে আর কাউকেই ‘সুপারস্টার’ মানতে নারাজ সিনেদুনিয়া।
যদিও বলিউডের ভাইজান কিন্তু মনে করেন ‘সুপারস্টার’রা হারিয়ে যাননি। তাঁরা আছেন, তৈরি হচ্ছেন পরবর্তী প্রজন্মের ‘সুপারস্টার’। ওটিটি-র বাড়বাড়ন্তও ‘সুপারস্টার’দের হারিয়ে যেতে দেবে না। সলমনের মতে, তারকা হয়ে ওঠার অনেকগুলো শর্ত আছে। ছবি বাছাই, নিজেকে তৈরি করা ছাড়াও রিল ও রিয়েল লাইফের জীবনচর্চাও সুপারস্টার হয়ে ওঠার অন্যতম শর্ত। আজকের বলিউডে যিনি সুপারস্টার, তিনি পুরনো হয়ে গেলে সেই জায়গাটা নিয়ে নেবেন নতুন কোনও ‘সুপারস্টার’। সুপারস্টার আসলে একটা পরিপূর্ণ প্যাকেজ। সলমনের মতে, নতুন প্রজন্মের ‘সুপারস্টার’দের তাঁদের নিজেদের মতো করে স্টারডম রয়েছে।
গত চার প্রজন্ম ধরে সলমন শুনে আসছেন এই প্রজন্মেই ‘সুপারস্টার’ – ধারণাটার শেষ হবে।তবে এখনও বলিপাড়ায় বহাল তবিয়তে রাজ করছেন তারকারা। নতুন প্রজন্মের অভিনেতাদের ‘সুপারস্টার’ এই তকমা নিয়ে বেশি ভাবতে নিষেধই করেছেন ভাইজান।বরং পরিশ্রমই তারকা হয়ে ওঠার একমাত্র টোটকা। ৫০ পেড়িয়ে আজও খাটেন ভাইজান, তাই আজও তিনি ‘সুপারস্টার’। পরিশ্রমের কোনও বিকল্প নেই। নতুনরাও পরিশ্রম করুন, তাঁদের ‘সুপারস্টার’ হওয়াও কেউ আটকাতে পারবে না।