কলকাতা: স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। টলিউডের (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী (Actress)। তাঁর ছক ভাঙা ফ্যাশন স্টেটমেন্ট সবসময়েই অনুরাগীদের নজর কাড়ে। তা সে তাঁর পোশাক হোক কিংবা গয়না বা প্রসাধনী। টলিউডে, বলিউডে দাপিয়ে কাজ করা এই অভিনেত্রী সর্বদাই নিজের মনের কথা স্পষ্ট করে বলতে পছন্দ করেন। আর সেই কারণেই জড়িয়ে পড়েন নানা বিতর্কে। এবার এমনই এক বিতর্ক নিয়ে মুখ খুললেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সক্রিয় স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি, সবুজ একটি পোশাকের সঙ্গে সবুজ রঙের লিপস্টিক পরে অটো রাইডের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী। নেটিজেনদের নজরে পড়তেই সঙ্গে সঙ্গে তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। লাল, কমলা, গোলাপি, বেগুনি লিপস্টিক পর্যন্ত ঠিক ছিল কিন্তু তা বলে সবুজ লিপস্টিক সেটা কীভাবে পরলেন ফ্যাশন কনশাস স্বস্তিকা মুখোপাধ্যায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। একজন লিখেছেন, “তুমি যা পরো, তাতেই তোমাকে ভালো লাগে। কিভাবে এমনটা পারো তুমি?” আবার একজন লেখেন, “কেন কে জানে সব রং, সব ফ্যাশন শুধু মনে হয় তোমার জন্য বানানো।” একজন লেখেন, “কাঁচা লঙ্কা লিপস্টিক।”
আরও পড়ুন:ট্যাটু করার আগে অবশ্যই জেনে নিন এই বিষয়গুলি
যদিও পাল্টা স্বস্তিকার জবাব, “কেন নয়? আর সেটার সিদ্ধান্তই বা কে নেবে? আমি নিশ্চয়! কারণ এটা অআমার চেহারা, আমার লিপস্টিক। আপনার ভাল নাই লাগতে পারে। তবে কেন জিজ্ঞেস করাটা বাচ্চাদের মতো।” এরপরই আরেক নেটিজেন বলছেন, ‘দিদি ভয় পেয়ে গেছি।’ তাঁকে মোক্ষম উত্তর অভিনেত্রীর। বললেন, “মাঝেমধ্যে ভয় পাওয়া ভাল।”
উল্লেখ্য, বর্তমানে স্বস্তিকা মুখোপাধ্যায় একাধক ছবির কাজ নিয়ে ব্যস্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর নতুন প্রজেক্ট ‘নিখোঁজ’-এর ট্রেলার। যেখানে স্বস্তিকার পাশাপাশি দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে। ১১ আগস্ট হইচই-এর পর্দায় দেখা যাবে ‘নিখোঁজ’।