কলকাতা: ইন্ডাস্ট্রির ‘ট্রেন্ড’-এ গা ভাসাতে নারাজ অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha)। পোশাক নিয়ে করেন এক্সপেরিমেন্ট। তিনি এক কথায় ‘বিউটি উইথ ব্রেন’-র আদর্শ উদাহরণ। তাঁর চোখের চাহনিতে কাত অনুরাগীরা। অভিনেত্রীকে দেখা গেল কালো শাড়িতে। যা দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা।
ইশা সাহার অনুরাগীরা তাঁর সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে থাকেন। ইশা সাহার স্টাইলিং দেখেও বারবার মুগ্ধ হন সবাই। সে কারণে তিনি যেমন পুরুষ অনুরাগীদের হৃদয়েও ঝড় তোলেন আবার মহিলা। ইশার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে, কিলার ব্ল্যাক বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি। শাড়িতে তাঁর হটনেস উপছে পড়ছে। কালো মসলিন শাড়ির সঙ্গে ডিপকাট সরু স্ট্যাপের ব্লাউজ। এই সাজের সঙ্গে খুব ভারী মেকআপ করেননি ইশা। আইশ্যাডো দিয়েই হাইলাইট করেছেন চোখ। দু’ গালে ব্লাশের ছোঁয়া স্পষ্ট। সুন্দর করে হাইলাইটার ব্যবহার করেছেন। ঠোঁটে রয়েছে নিউড, ম্যাট লিপস্টিক। অপূর্ব লাগছিল তাঁকে, তাঁর দিক থেকে চোখ ফেরানো যায় না। কিন্তু তাঁর এই ছকভাঙা স্টাইলিং দেখে প্রশংসা করতেই হয়।
আরও পড়ুন: বড় চমক! প্রথমবার জুটি বাঁধছেন অক্ষয়-প্রভাস
View this post on Instagram
অন্য খবর দেখুন