নেট মাধ্যমে যথেষ্ট সক্রিয় বলিউডের এই তারকা। নিজের ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তের ছবি ও ঘটনা শেয়ার করে থাকেন। এইতো কিছুদিন আগেই তিনি তার জীবনের প্রথম অডিশনের একটি স্থির-চিত্র শেয়ার করেছিলেন। এবার নিজের একটি নতুন ছবি ইনস্টাগ্রামে ওয়ালে পোস্ট করে নেটিজেনদের চমকে দিয়েছেন। ‘রাজি’ হিরোর সেই ছবির দিকে তাকালে সকলেরই নজর কাড়বে তারকা ভাস্কর্যের মতো খোদাই করা পেশী। দুটি হেভিওয়েট ওজনের ডাম্বেল ফোরফ্রন্টে রাখা আছে, আর তার ওপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ‘অশ্বথমা’। হ্যাঁ, এই ছবির মুখ্য চরিত্রের জন্য দিনরাত জিমে কসরত করে যাচ্ছেন ভিকি কৌশল।
আরও পড়ুন: ভিকি-ক্যাটরিনার প্রেমের সম্পর্কে সিলমোহর অভিনেতা হর্ষবর্ধনেরর
হুড দিয়ে মাথা ঢাকা থাকলেও তার মেদহীন,টানটান পেশীবহুল চেহারা দেখে বুঝতে কারোর অসুবিধা হবে না যে তিনি ভিকি। তার সঙ্গে আরও আকর্ষণীয় করে তুলেছে তার অ্যাংরি লুক। সেই সঙ্গে ছবিতে লাল আলোর এফেক্ট অন্য মাত্রা এনেছে। সারাদিন নানান কাজে থাকলেও জিম সেশনে ফাঁকি দিতে নারাজ ‘অশ্বত্থমা’। তাই মাঝ রাতেই উপস্থিত হয়েছেন জিমে। ভিকির ছবি দেখা মাত্রই আগুনের ইমোজি দিয়ে প্রশংসা পাঠিয়ে দিয়েছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। ভাইরাল হয়েছে ভিকির সেই ছবি। কিছুদিন আগে ‘উধম সিং’ এর ডাবিং করে স্টুডিওতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। সেই ছবি পোস্ট করেছিলেন তিনি। দুই হাত তুলে ‘ভি’ দেখিয়েছিলেন।
বলিপাড়ায় জোর গুঞ্জন ‘অশ্বথমা’ হিরো রিয়েল লাইফে খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন আর এক বলিউড হার্টথ্রব ক্যাটরিনা কইফের সঙ্গে। তাই সোশ্যাল মিডিয়ায় মধ্যরাতে জিমে ভিকির পেশী আস্ফালন-এর ছবি দেখে অনেক নেটিজেন মজার ছলে বলেছেন এই পেশী আস্ফালন কি ক্যাটের জন্য?