ওয়েব ডেস্ক: আট ঘণ্টার শিফট (8 Hours Shift) এবং মোটা অঙ্কের পারিশ্রমিকের (High Remunaration) দাবিতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) ‘স্পিরিট’ (Spirit) ছবি থেকে নাম বাদ পড়েছিল বলি কুইন দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। যা ঘিরে জোড় বিতর্ক শুরু হয়েছিল বলিপাড়ায়। অভিনেত্রীর বিরুদ্ধে অপেশাদারিত্বের (Unprofessional) অভিযোগ তুলেছিলেন ভাঙ্গা।
যদিও সেসময় অভিনেত্রী পাশে পেয়েছিলেন বলিউডের নামজাদা অভিনেতা-অভিনেত্রীকে (Actor-Actress)। দীপিকার নাম বাদ দেওয়ায় এই ছবির পরবর্তী মুখ কে হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। জলের মতো সময় গড়িয়ে যাচ্ছিল। কবে ক্যামেরা ঘুরবে ছবির শুটিংয়ের? এবার মিলল সেই সংক্রান্ত তথ্য। তবে পরিচালক নয়, তাঁর ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা (Pranay Reddy Vanga) মুখ খুললেন এই বিষয়ে।
আরও পড়ুন: ‘ধূমকেতু’র প্রথম গানের টিজারে দেব-শুভশ্রীর রোম্যান্স!
জানা গিয়েছে, এবছরের সেপ্টেম্বর মাস (September) থেকেই শুরু হতে চলেছে স্পিরিট ছবির শুটিং (Spirit Movie Shooting)। স্বল্প সংখ্যক অভিনেতা অভিনেত্রীকে নিয়েই প্রথম পর্বের শুটিং শুরু হবে সেপ্টেম্বরে। তৃপ্তি দিমরি (Triptii Dimri) শুটিংয়ের প্রথম পর্বে যোগ দেবেন বলে খবর। তবে প্রভাসের (Prabhas) এন্ট্রি হবে বছরের শেষে নভেম্বর মাসে। মুখ্য চরিত্রে ধরা দেবেন তৃপ্তি দিমরি ও প্রভাস। ছবি ঘিরে বিতর্ক জন্ম নিলেও তৃপ্তির উৎসাহে একটুও ভাঁটা পড়েনি। নতুন ছবির শুটিংয়ের জন্য বেশ আনন্দিত অভিনেত্রী।
‘স্পিরিট’ ছবির আবহসঙ্গীতে শোনা যাবে হর্ষবর্ধন রামেশ্বরমের কণ্ঠ। তাঁর কাজও শেষ হয়ে গিয়েছে। শুধু তেলুগু ভাষায় নয়। দর্শকদের জন্য এই ছবিটি হিন্দি সহ আরও বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে।
দেখুন অন্য খবর