সদ্য বিবাহ-বিচ্ছেদ হওয়া দক্ষিণী এই অভিনেত্রীর এই মুহূর্তে সবচেয়ে যা দরকার তা হলো পজিটিভিটি। সুপারস্টার নাগার্জুনা পুত্র-অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে একটু সামলে নিতে চাইছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দক্ষিণী ছবিতে তিনি বহু দিন ধরেই জনপ্রিয় কিন্তু বলিউডে কাজ করার ইচ্ছে তাঁর অনেক দিনের। ‘ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে তাঁর কাজ শুধু জনপ্রিয় হয়নি তাঁকে বলিউডের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। আর তাই সামান্তা বেশ কিছুদিন ধরেই দক্ষিণের পাততাড়ি গুটিয়ে পাকাপাকি বলিউডেও আস্তানা গাড়তে চাইছেন। হায়দ্রাবাদে নিজের মনের মতন করে সাজানো বাড়িতে পোষ্যদের নিয়ে থাকেন সামান্থা। বিবাহ বিচ্ছেদের পর সোশ্যাল মিডিয়ায় জবর্দশ মুখে পড়েছিলেন অভিনেত্রী। সে সময় মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন তিনি। কিন্তু ভেতরে ভেতরে কিছুটা ভেঙে পড়েছিলেন তিনি। মুম্বইতে পাকাপাকি চলে যাবার খবর ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন অবশ্য তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘২০২১ সালে আমার জীবনে যা যা হয়েছে, তাতে আমার আর কোনো প্রত্যাশা থাকতে পারেনা। ভবিষ্যতের যাই আসুক না কেন সবকিছু মোকাবিলা করতে আমি প্রস্তুত। সবক্ষেত্রে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব’। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজে একটি খবর শেয়ার করেছেন।
পরিচালক ফিলিপস জোনস,সামান্থা রুথ প্রভু
যেখানে তিনি লিখেছেন BAFTA পুরস্কার বিজয়ী পরিচালক ফিলিপস জোনসের পরিচালনায় ইংরেজি ছবি ‘অ্যারেঞ্জমেন্ট অফ লাভ’তে তিনি অভিনয় করবেন। এটা তাঁর কাছে ‘সম্পূর্ণ নতুন এক পৃথিবী’। এটা যে তার কেরিয়ারে অন্য মাত্রা যোগ করবে সে কথাও তিনি স্বীকার করেছেন। ২০০৪-এর বেস্ট সেলিং উপন্যাস ‘তিমেরি এন মুরারি’-র আধারে তৈরি হবে এই ছবি। আগামী বছর অগস্ট নাগাদ শুরু হবে শুটিং।এক তামিল উভকামী মহিলার চরিত্রে অভিনয় করবেন সামান্থা। যাঁর নিজস্ব একটি ডিটেকটিভ এজেন্সি রয়েছে। চিত্রনাট্য অনুযায়ী, সামান্থার চরিত্র এক সম্ভ্রান্ত বংশের সদস্য। স্বাধীনচেতা এই মহিলা নিজের শর্তে, নিজের পছন্দের পেশায় জীবনে বাঁচতে চান।