অভিনেতা নাগা চৈতন্য সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে দক্ষিণী এই জনপ্রিয় অভিনেত্রী আলোচনায় রয়েছেন। বিবাহ-বিচ্ছেদের আগে তা নিয়ে যেমন বেশ কিছু দিন গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল এখন শোনা যাচ্ছে ‘ফ্যামিলি ম্যান ২’ অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নাকি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও তার মুখপাত্র এটি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সামান্য কাশি নিয়ে হাসপাতালে টেস্ট করানোর জন্য গিয়েছিলেন তিনি। এর পর বাড়ি ফিরে এখন বিশ্রাম নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না’। জানা যাচ্ছে অন্ধ প্রদেশের একটি দোকান উদ্বোধনের গিয়েছিলেন সামান্থা। সেখান থেকে এক দরগাতে আশীর্বাদ নিচে যান তিনি। তারপরই টেস্ট করাতে হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে। এই মুহূর্তে সামান্তার ঝুলিতে রয়েছে একাধিক ছবি। কাজেই তার অসুস্থতার খবর এর নির্মাতারা বেশ চিন্তায় আছেন। ইতিমধ্যেই ‘শকুন্তলাম’ ছবির শুটিং শেষ করেছেন সামান্থা। ছবিটি পরিচালনা করেছেন গুনাশেখর। এছাড়াও বিগনেস জীবনের একটি ছবির কাজ সম্প্রতি শেষ হয়েছে। যেখানে সামান্হাকে মুখ্য চরিত্রে দেখা যাবে। এছাড়া জন ফিলিপ পরিচালিত একটি ব্রিটিশ ছবি ‘এগ্রিমেন্টস অব লাভ’ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। যেখানে তাকে একটি উপকমিটি চরিত্রে দেখা যাবে। এছাড়াও বলিউডের একটি ছবিতে সামান্হার অভিনয় করার গুঞ্জন শোনা যাচ্ছে।