মুম্বই : সঞ্জয় লীলা বানশালির(Sanjay Leela Bhansali) পরিচালনায় ইনশাল্লাহ(Inshallah) ছবিতে যে জুটি বাঁধতে চলেছেন সলমন খান(Salman Khan) ও আলিয়া ভাট(Alia Bhatt)।টিনসেল টাউনে এমন জল্পনা দীর্ঘদিনের।সদ্যই জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি ছবির গল্প লিখে ফেলেছেন পরিচালক।ইনশাল্লাহ একটি দুর্দান্ত রোম্যান্টিক কমেডি ফিল্ম(Romantic Comedy Film) হতে চলেছে।যে ছবিতে সলমন ও আলিয়া ছাড়াও অভিনয় করতে চলেছেন নাইনটিজের এক জনপ্রিয় তারকা।তবে এখনই হয়তো ছবি নিয়ে কাজ শুরু করবেন না এসএলবি।নেটফ্লিক্স সিরিজ(Netflix Series) হীরামণ্ডি(Heeramandi)-র পর আপাতত বৈজু বাওরা(Baiju Bawra)-র প্রি-প্রোডাকশন(Pre-Production) নিয়ে দারুণ ব্যস্ত পরিচালক।ছবিতে রণভীর সিং(Ranveer Singh) ও আলিয়া ভাট(Alia Bhatt) অভিনয় করবেন বলেই সূত্রের খবর।সলমন-আলিয়ার ইনশাল্লাহ নিয়েও মিলছে সবুজ সংকেত।আগামী বছরই ছবির শ্যুটিং শুরু হতে পারে।
একের পর এক ভিন্নধর্মী সিরিয়াস ফিল্ম তৈরি করার পর এবার রোম্যান্টিক কমেডির পরিচালনায় সঞ্জয় লীলা বানশালি। সলমন খান ও সঞ্জয় লীলা বানশালির বন্ধুত্ব দীর্ঘদিনের।১৯৯৬ সালে খামোশি-দ্য মিউজিক্যাল ছবির শ্যুটিংয়ের সময়ই পরিচালক ও সুপারস্টারের দারুণ বন্ধুত্ব হয়ে যায়।এরপর হম দিল দে চুকে সনম থেকে সাওয়ারিয়া,সঞ্জয় লীলা বানশালির দুটি ছবিতেই অভিনয় করেছেন ভাইজান।দীর্ঘ ১৬বছর পর আরও একবার জুটি বাঁধতে চলেছেন ভাইজান ও এসএলবি।যে রোম্যান্টিক কমেডি ফিল্মের নাম হতে চলেছে ইনশাল্লাহ।ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করতে চলেছেন আলিয়া ভাট।শোনা যাচ্ছে,সলমন খান ছাড়াও নাইনটিজের আরও এক তারকা ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করবেন।ইতিমধ্যেই নাকি রমকম ফিল্ ইনশাল্লাহ-র গল্প তৈরি করে ফেলেছেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি।
বলিপাড়ার সূত্রে জানা যাচ্ছে,এককথায় অনবদ্য হতে চলেছে ইনশাল্লাহ-র স্টোরিলাইন।যদিও এখনই ছবির কাজ শুরু করবেন না এসএলবি।কারণ,নেটফ্লিক্স সিরিজ হীরামণ্ডি-র পোস্ট প্রোডাকশনের পাশাপাশি আগামী ছবি বৈজু বাওরা-র শ্যুটিংয়ের প্রস্তুতিপর্ব শুরু করে দিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি। চলতি বছরের শেষে দিকে ফ্লোরে আসতে চলেছে বৈজু বাওরা।রকি অউর রানি কি প্রেম কাহানি-র পর এই ছবিতেও রণভীর সিংয়ের সঙ্গে জুটি বাঁধছেন ‘গঙ্গুবাই’ আলিয়া ভাট।