টলিউডের অন্যতম সেরা পরিচালক রাজ চক্রবর্তী দর্শকদের একাধিক সফল ছবি উপহার দিয়েছেন। এবার ডেবিউ করতে চলেছেন ওয়েব সিরিজে? সোমবার প্রযোজক শ্রীকান্ত মোহতা একজন পরিচালকের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “বাংলার অন্যতম বড় পরিচালক আমাদের সঙ্গে তাঁর প্রথম সিরিজ তৈরি করছেন।” ছবিতে যদিও ওই ব্যক্তির মুখ বোঝা যাচ্ছে না। কিন্তু এই পোস্টের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। ছবির নিচে অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন যে এই ছবিটি রাজ চক্রবর্তীর। কেউ কেউ লিখেছেন ছবিটি ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের।প্রসঙ্গত, এর আগেই শোনা গিয়েছিল ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন রাজ। তাই শ্রীকান্ত মোহতার এই পোস্টের পর থেকেই অনেকেই একে একে দুই মিলিয়েছেন। এদিকে, পাঁচটি সিজন পেরিয়ে ষষ্ঠ সিজনের দিকে পা বাড়াল ওটিটি প্লাটফর্ম হইচই। শ্রীকান্ত মোহতার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে যে, ফের একটি সিরিজে দেখা যাবে মধুমিতা সরকারকে। ফিরবে ব্যোমকেশ হয়ে অনির্বানও।