কলকাতা : গত তিন মাস ধরে আলাদা থাকছেন অভিনেতা জিতু ও তার স্ত্রী নবনীতা। তাঁদের সম্পর্ক বিচ্ছেদের দিকেই এগোচ্ছে। তাদের সম্পর্ক ভাঙার খবর যেদিন থেকে প্রকাশ্যে এসেছে তখন থেকেই চর্চায় রয়েছেন নবনীতা দাস ও জিতু কমল। সোশ্যাল মিডিয়ায় নবনীতা নিজেই জানিয়েছিলেন এই আসন্ন বিচ্ছেদের খবর। এখন জানা যাচ্ছে বিচ্ছেদের ফলে নাকি অবসাদে ভুগছেন অভিনেতা জিতু।
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ হয়েছিল এই টেলি-যুগলের। জানা যায় বিয়ের জন্য নবনী তাই নাকি প্রপোজ করেছিল জিতুকে। জবাবে অভিনেতা নাকি বলেছিলেন, ‘তুই তো বাচ্চা মেয়ে তোকে কী বিয়ে করবো!’পরের বছরই তারা গাঁটছড়া বাঁধেন।
বিচ্ছেদের পর থেকে সোশ্যাল মিডিয়ায় একের পর এক দুজনের ইঙ্গিতবাহী পোস্ট নেটিজেনদের নজর কখনই এড়ায়নি। ঋতুর সাম্প্রতিক পোস্ট দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন নবনীতার সঙ্গে বিচ্ছেদের জেরে হয়তো মানসিক অবসাদে ভুগছেন অভিনেতা। সত্যি কি ‘পর্দার সত্যজিৎ’ অবসাদে ভুগছেন!
জিতু নিজের একটি ছবি শেয়ার করে ইঙ্গিতবাহি ক্যাপশন লিখেছেন, ‘কারও ব্যবহারে তোমার অন্তরের শান্তি বিঘ্নিত করতে দিও না।’ডিভোর্সের আবেদন করার পর থেকেই দুজনে আলাদা আলাদা রয়েছেন। সম্ভবত সেপ্টেম্বরেই হয়ে যাবে ডিভোর্সের কাজ। অর্থাৎ আইনত বিবাহ-বিচ্ছেদ। একদিকেবিবাহ-বিচ্ছেদ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন জিতু। কিন্তু নবনীতা নিজে জানাচ্ছেন এখনো তাদের কথা হয়। এমনকি ‘বিয়ের ফুল’ ধারাবাহিক শুরু করার আগেও তিনি জিতুরই পরামর্শ নিয়েছেন। নবনীতার চাপ কথা বিয়ে না টিকলেও নিজেদের সম্পর্ক টিকে আছে। তিক্ততা চাননা।