মুম্বই : কথায় বলে,নামে কি আসে যায়!কিন্তু,নামে আসে যায়,যখন সেই ছবি হয় হেরা ফেরি(Hera Pheri) ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি।দীর্ঘদিন পর পর্দায় ফের একসঙ্গে ফিরছেন রাজু,শ্যাম ও বাবু ভাইয়ার(Raju,Shyam,Babu Bhaiya) ত্রয়ী।ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার,সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল(Akshay Kumar,Sunil Shetty,Paresh Rawal)। মজাদার খলনায়কের চরিত্রে থাকছেন মুন্নাভাই সঞ্জয় দত্ত(Sanjay Dutt)।ছবিটি পরিচালনা করবেন ফারহাদ সামজি(Farhad Samji)।সবকিছুই ঠিকঠাক চলছে,তবে ছবির নাম নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি।সম্প্রতি ভাইরাল হয়েছে ছবির ক্ল্যাপস্টিক হাতে অক্ষয় কুমারের দু দুটি ছবি।একটি ছবির ক্ল্যাপস্টিকে লেখা রয়েছে হেরা ফেরি ৩।অন্য ছবির ক্ল্যাপস্টিকে দেখা যাচ্ছে ছবির নাম হেরা ফেরি ৪।নতুন হেরা ফেরি নিয়ে দর্শকমহলে যে চরম উন্মাদনা রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
কিন্তু অক্ষয়ের এই ছবি দুটি প্রকাশ্যে আসার পর আদপে ছবির নাম কি হতে চলেছে তা বুঝতেই পারছে না কেউই।সোশ্যাল সাইটেও এই নিয়ে চলছে তুমুল জল্পনা।তবে বলিপাড়া সূত্রে জানা যাচ্ছে,কিছুদিনের মধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে যাবে।তার আগে ফাইনালি ছবির নাম ঘোষণা করবেন নির্মাতারা।