কলকাতা: প্রায় ১০ বছর আগে ছবির শুটিং শেষ হয়ে গেলেও এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সেই ছবি। এবার ‘ধূমকেতু'(Dhumketu)র আবির্ভাব হতে পারে। দেব-শুভশ্রী গাঙ্গুলী(Dev-Subhashree Ganguly) অভিনীত এই ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি।পরিচালক কৌশিক জানিয়েছেন যে পরিচালকের কাছে তার ছবি নিজের সন্তানের মত। যথাসম্ভব তাড়াতাড়ি এই ছবির মুক্তি পাবে বলে তিনি আশা করেন।
আরও পড়ুন:জটিলতার তালা খুলে আসছে ‘চাবিওয়ালা’!
নানান আইনি জটিলতায় এই ছবির মুক্তি আটকে ছিল। এর আগেও এই ছবির মুক্তি নিয়ে মাঝেমধ্যেই গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু ছবি মুক্তি যে রীতিমতো বেশ বাঁও জলে তা চলচ্চিত্র মহলের কাছে খবর ছিল। কিন্তু কয়েকদিন ধরে আবার নতুন গুঞ্জন উঠেছে যে ধুমকেতু অগস্টে মুক্তি পেতে চলেছে। এই ছবির প্রযোজক রানা সরকার। তিনি পরিষ্কার জানিয়েছেন যে ছবি মুক্তির ব্যাপারে তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। অবশ্য এর আগেও তিনি কয়েকবার জানিয়েছিলেন আইনি জটিলতা কাটিয়ে খুব তাড়াতাড়ি ‘ধুমকেতু’ মুক্তি পেতে চলেছে। এবার তিনি বলছেন, আইনি সমস্যা শীঘ্রই মিটে যাবার কথা। তা মিটে গেলে অগস্ট কি সেপ্টেম্বর তা বলতে পারছি না খুব শীঘ্রই ছবি মুক্তি পাবে। এ সম্পর্কে নাকি দেব বিশদ বলতে পারবেন বলে রানা সরকার জানান।
ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে বয়স্ক লুকে দেখা যাবে দেবকে। অভিনেতাকে বহুবার বলতে শোনা গিয়েছে, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা ‘ধূমকেতু’। ২০১৬ সালে শ্যুটিং হয়েছিল এই ছবির।
এখন দেখার অগাস্টে ‘ধূমকেতু’ দর্শকদের কাছে পৌঁছয় কিনা!