চলতি মাসেই মুম্বইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে বলিউড অভিনেতা-স্বামীর হাত ধরে ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকেই অভিনেত্রীর মাতৃত্বের খবর আরও জোরদার হয়েছে। নেটিজেনরা অনেকেই বলছেন এখন আর এটা গুজব নয় সত্যি হতে চলেছে। যদিও এটাই প্রথমবার নয়, ছবির প্রমোশনের এক সাংবাদিক অভিনেত্রীকে সোজাসাপ্টা প্রশ্ন করেছিলেন। যা শুনে ছুটে গিয়েছিলেন ‘পদ্মাবত’ নায়িকা। হ্যাঁ, ২০২০ সালে ‘ছপক’ ছবিটি মুক্তি পাওয়ার সময় জোর গুঞ্জন উঠেছিল দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন। জনৈক সাংবাদিকের উপর উঠে গিয়ে দীপিকা উল্টো প্রশ্ন করেছিলেন,’কেন,আমাকে দেখে কি প্রেগন্যান্ট মনে হচ্ছে?’এখানেই প্রশমিত হননি দীপিকা। সাংবাদিক কে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ‘আমি ফ্যামিলি প্লানিং করলে এবার আপনাকে জিজ্ঞেস করে নেব’। তিনি আরও জোর দিয়ে বলেন,’আমি যদি অন্তঃসত্ত্বা হই তাহলে তো নয় মাসের মধ্যেই আপনারা জানতে পারবেন’। নেট পাড়ায় নতুন করে দীপিকা-রণবীর তারকা জুটির সন্তান সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে আবার।
আরও পড়ুন: রোমান্স করতে বয়সে বড় দীপিকাই পছন্দ তার
দীপিকার প্রেগনেন্সি খবর আপাতত চাউর হয়ে গিয়েছে বলিপাড়ায়। আর এক বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা-বিরাট কোহলির বিয়ের পরপরেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই বলিউড যুগল। খুব স্বাভাবিক কারণেই সুখবরের আশায় বেশ কিছুদিন ধরে অধীর অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা। বেশ কিছুদিন ধরেই দীপিকা ঢিলেঢালা পোশাক পরাতে নেটিজেনরা সুখবর পাওয়ার ব্যাপারে নিজেদেরকে আশ্বস্ত করেছিলেন। নেটিজেনরা নিজেরা যতই নিশ্চিত হোন না কেন, দীপিকা-রণবীরের কাছ থেকে কিন্তু নিশ্চিত কোনো খবর এখনো তারা পান নি। এদিকে এসব গুঞ্জনের মধ্যেই ২০২১ সালে দীপিকার হাতে পরপর কাজ। ছবিতে তাকে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী বিপরীতে একটি ছবিতে। যেটি পরিচালনা করবেন শাকুন বাত্রা। তাছাড়া রয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘ফাইটার’। এই প্রথমবার ঋত্বিক রোশনের সঙ্গে অ্যাকশন ছবিতে জুটি বাঁধছেন দীপিকা। এছাড়া শাহরুখের সঙ্গে কাজ করবেন ‘পাঠান’ ছবিতে। ট্রেড এনালিস্ট এর ধারণা সত্যি যদি দীপিকা অন্তঃসত্ত্বা হন তবে পিছিয়ে যেতে পারে বেশ কিছু ছবি। তার ফলে বেশকিছু প্রযোজক ক্ষতির মুখ দেখতে পারে ।