ওয়েব ডেস্ক: সম্প্রতি আমিশা প্যাটেল(Ameesha Patel) আবার নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন সানি দেওলের(Sunny Deol) সঙ্গে ‘গদর ২'(Gadar 2) মুক্তি পাওয়ার পর। ‘গদর’ এর এই ফ্রাঞ্চাইজি যথেষ্ট সুপারহিট।
প্রসঙ্গত, ‘কহনা পেয়ার হ্যায়’ ছবির নায়িকার সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই বদল ঘটেছে। যদিও এত বছর পরেও বলিউডে তার গ্ল্যামারের আকর্ষণ যেন একটুও কমেনি। বয়সের ছাপ যেন তাকে টলাতে পারেনি। তাই নতুন করে চর্চায় উঠে এসেছেন ‘গদর’ নায়িকা!এবার নিয়ন সবুজ মনকিনিতে ধরা দিয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় আমিশা সেই ছবি শেয়ার করে নেট পাড়ায় নতুন ঢেউ তুলেছেন।
আরও পড়ুন:রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে কি এবার যীশু! অভিনেতার পোস্টে গুঞ্জন !
আর সেই সব ছবি দেখে নেটিজেনরি বলতে শুরু করেছেন মনোকিনির ফাঁক দিয়ে ‘বেবি বাম্প'(Baby Bump) দেখা যাচ্ছে মনে হয়! আর তাতেই অবিবাহিত আমিশা প্যাটেলকে নিয়ে অনুরাগীদের চর্চা দ্বিগুণ বেড়ে গিয়েছে। বয়েস তার ৫০ এর কাছাকাছি। মাঝে তিনি এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন। তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় সে সময় ভাইরাল হয়েছিল। আদৌ কি টিকেছিল সেই সম্পর্ক! পরবর্তীকালে অবশ্যই শোনা গিয়েছিল সেই যুবক নাকি আমিশার বাবার পূর্ব পরিচিত। তাই তার স্ট্যাটাস এখনো ‘সিঙ্গল’।
সম্প্রতি জন্মদিন উপলক্ষে দুবাই গিয়ে রোদ ঝলমলে হাওয়ায় সানগ্লাস আর সবুজ মনোকিনি পরে সমুদ্র সৈকতে তার লাস্যময়ী ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন পর পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন। আর তার পরেই নেটিজেনদের প্রশ্ন ‘অবিবাহিত আমিশা কি অন্তঃসত্ত্বা’!