শুধু আমন্ত্রণপত্র নয় সঙ্গে ছিল একগুচ্ছ উপহারও। রাজস্থানে সদ্য বিবাহিত হওয়া দুই বলি সেলেবের মুম্বই রিসেপশনের আমন্ত্রণপত্র যাওয়া শুরু হয়েছে তাঁদের সতীর্থদের কাছে। সুসজ্জিত গিফট হ্যাম্পার। এইরকমই উপহার পাঠিয়ে নিজেদের রিসেপশনে বলিস্টারদের আমন্ত্রণ জানিয়েছেন ভি-ক্যাট। অর্থাৎ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই গিফট হ্যাম্পারের ছবি। জানিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কিন্তু অনেকেরই মতে এই উপহার বলিউড ছেলেদের পাঠানো হয়নি। এগুলি নাকি শুধু সংবাদমাধ্যমের কর্মীদের জন্যই গেছে। বলিউড সেলেবৃতি পাঠানো হয়েছে অন্য উপহার। সংবাদমাধ্যম কর্মীদের উপহার বাক্সে রয়েছে ফুল আর হাতে লেখা ‘থ্যাংক ইউ’ নোট। এছাড়া রয়েছে মতিচুর লাড্ডু, আতর গন্ধযুক্ত মোমবাতি ইত্যাদি। আমন্ত্রণ নোটে লেখা, ‘গত ৯ তারিক ভগবান এবং আমাদের বাবা মায়ের আশীর্বাদে আমরা দুজন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন কারণে সবাইকে নিয়ে তা সেলিব্রেট করা সম্ভব হয়নি। কিন্তু আমরা জানি আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের সঙ্গে সব সময় ছিল। সে জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারের অংশ হওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদান্তে, ক্যাটরিনা ভিকি।’ বিয়ের অনুষ্ঠানে সকলকে নিয়ে আনন্দ করে সেলিব্রেশন এর সুযোগ ছিল না, তাই এই পর্বে পরিবার বন্ধু-বান্ধব ও হাতেগোনা বলিউডের কয়েকজনকে নিয়ে সারতে হয়েছিল অনুষ্ঠান। তবে এবার বিটাউনে সেলিব্রেশন এর পালা। মুম্বাই শহরেই এবার ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সকলকে রীতিমতো চিঠি দিয়ে জানিয়েছিলেন তাঁরা বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে না পারার আক্ষেপ। তবে রিসেপশন পার্টিতে তেমন কোনো ফাঁক থাকবে না। তাই উপহার সহযোগে নিমন্ত্রণপত্র এবার পৌঁছে যাচ্ছে সকল সেলিব্রিটিদের দরজায় দরজায়। তাই আবারও কৌতুহলের পারদ চড়ছে। এবার পালা রিসেপশনের। হয়তো এই আমন্ত্রণপত্র বলি সেলেবদের জন্য না হলেও মুম্বইয়ে বড়োসড়ো রিসেপশন পার্টির আয়োজন যে করা হচ্ছে বলিউডে কান পাতলে তা পরিষ্কার শোনা যাচ্ছে।যদিও প্রকাশ্যে আসেনি রিসেপশনের দিনক্ষণ বিয়ের আগে তারা দুজনের একসঙ্গে কখনো ছবি পোস্ট করেন নি সোশ্যাল মিডিয়ায়। ক্যাটরিনার ঘনিষ্ঠতা জানিয়েছিল যেহেতু বলিউড এই অভিনেত্রীর আগের সম্পর্ক গুলো ভেঙ্গে গিয়েছিল সেই জন্য ভিকির সম্পর্ক নিয়ে অনেক বেশি সতর্ক ছিলেন ক্যাট। তাই তাদের সম্পর্ক প্রকাশ্যে আসার ব্যাপারে দুজনেই সাবধানতা অবলম্বন করেছিলেন। নেটি কেন্দ্রের অনেকেরই ধারণা নিজেদের সম্পর্ক নিয়ে এই লুকোচুরি তাঁদের ব্যাপারে ভক্তদের মধ্যে আরও কৌতুহল বাড়িয়ে তুলেছিল। কোন বলিউড পুরুষ সেলেবদের শালিকা ভাগ্য কেমন তা নিয়া নেটদুনিয়ায় চলছে মজার মজার চুটকি। সে দিক থেকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সদ্য বিবাহিত ভিকি কৌশল। কারণ ক্যাটকে বিয়ে করে হাফ ডজন সুন্দরী শালিকা জামাইবাবু ভিকি। শোনা যাচ্ছে এই সুন্দরী ছয় শ্যালিকাই নাকি সুসজ্জিত গিফট হ্যাম্পার তৈরিতে তত্ত্বাবধান করেছেন।