রাজ কুন্দ্রার পর্ন মামলায় তার স্ত্রী শিল্পার জড়িত থাকার সন্দেহে ওকে একেবারে খারিজ করে দেয় নি মুম্বই পুলিশ। গত সপ্তাহে বলিউড নেত্রী শিল্পা শেঠিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে আবশ্য শিল্পা রাজের যৌন ছবির ব্যবসা বা ‘হটশটস’ হোয়াটস অ্যাপের ব্যাপারে তেমন কিছু জানেন না বলে তদন্তকারীদের জানিয়েছেন। একটি ইলেকট্রনিক সংবাদ মাধ্যম এর খবর অনুযায়ী প্রয়োজন হলে শিল্পাকে আবার জেরা করা হতে পারে। শুধু তাই নয় অভিনেত্রীর ফোন খতিয়ে দেখার ব্যাপারেও তদন্তকারীরা সিদ্ধান্ত নেবে। এ থেকেই বোঝা যায় যে এই যৌন ছবি মামলায় শিল্পা এখনই সন্দেহের ঊর্ধ্বে নয়। রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর শিল্পা তার ফোন থেকে কোন তথ্য মুছে ফেলার চেষ্টা করেছে কিনা তা খতিয়ে দেখা হবে। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার একটি সূত্র জানিয়েছে, রাজ কুন্দ্রার স্ত্রীর ফোন ক্লোন করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারপর আবারো শিল্পাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করতে পারে মুম্বই পুলিশ। শিল্পার ফোনে কোনো গোপন নথি রয়েছে কি না, কিংবা তার ফোন থেকে গত কয়েক মাসে কোন কোন তথ্য মুছে ফেলা হয়েছে, তা তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা।ইতিমধ্যেই শিল্পার জহুর বাড়িতে তদন্তকারী পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে একটি সার্ভার এবং ৭০ টির বেশি পর্ন ভিডিও উদ্ধার করেছে। সূত্রের খবর শিল্পা ও রাজের জয়েন্ট ব্যাংক একাউন্ট তদন্তকারীদের নজরে রয়েছে। এই যৌন ফিল্মের ব্যবসায় শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা ৮ থেকে ১০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে পুলিশের দাবি। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই যৌনগুলি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যেতো।