সিঙ্গাপুর থেকে ভারতে ফিরলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে কলকাতায় না-এসে তিনি সোজা পৌঁছে গেলেন মুম্বইয়ের সিনে নগরীতে। তাঁর নতুন হিন্দি ছবি ‘ইওর’ এর শ্যুটিং করতে। আগামী ২ জুলাই থেকে শুরু হবে এই ছবির কাজ। ছবি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ভিনা বক্সি৷ এর আগে ইংরেজি ছবি ‘দ্যা কফিন মেকার’-এর জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ভিনা। এই ছবিতে ঋতুপর্ণা একজন বিধবা অঙ্কের শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন। এখানে একটি পরিণত প্রেমের গল্প বলতে চাইছেন পরিচালক। কীভাবে একজন মহিলা সব হারিয়েও আবার নিজের প্রেম খুঁজে পান একজন লেখকের কাছ থেকে, সেই নিয়েই গল্প।
দুই পরিণত মানুষের মন দেওয়ানেওয়ার কাহিনি বলবে ‘ইওর’ ছবি। ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করছেন দীপক তিজোরি। পাঁচ-পাঁচজন জাতীয় পুরস্কার বিজয়ী একসঙ্গে এই ছবির কাজে যুক্ত।
ঋতুপর্ণা জানান, মহিলা পরিচালকদের সঙ্গে কাজ করে আলাদা আনন্দ পান তিনি৷ জটিল আবগপ্রবণ রোমান্টিক চরিত্রে অভিনয় করার সুনাম আগেই আছে ঋতুপর্ণার। আগামী ২ জুলাই শুরু হবে এই ছবির শ্যুটিং। সিঙ্গাপুরে থাকতে বহুদিন ধরে এই ছবির জন্য প্রস্তুতি নিয়েছেন ঋতুপর্ণা।
এই ছবির শ্যুটিং শেষ করেই কলকাতা ফিরবেন নায়িকা৷ টলিউডের বেশকিছু ছবির শ্যুটিং এর কাজ বাকি রয়েছে৷ সেগুলির শ্যুটিং সেরে ফলবেন তিনি। সিনেমার পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজের কথাও চলছে, চিত্রনাট্য পছন্দ হলে খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে। সিঙ্কাপুরে থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন নায়িকা। এখন অবশ্য সম্পূর্ণ সুস্থ। তাই হাতের সব কাজ শেষ করতে তিনি বেশ কিছুদিন থাকবেন ভারতে৷ যদিও এই অতিমারির সময়ে পরিবারের থেকে দূরে থাকতে মন খারাপ হয় তাঁর।