অবশেষে মুক্তি পেল ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ্ সিজন ৩’-র ট্রেলার।টানটান এই স্পোর্টস ড্রামার সিরিজের নতুন সিজনে বাদ পড়েছেন বেশ কিছু পুরনো তারকা অভিনেতা-অভিনেত্রী,অবশ্য তার বদলে যোগ দিয়েছেন অনেক নতুন মুখও।নতুন সিজনে আমির বশির,বিবেক ওবেরয়,রিচা চাড্ডা,তনুজ বীরওয়ানিদের পাশাপাশি দেখা যাবে যতীন গুলাতি,দলিপ তাহিল রেনুকা সাহানে ছাড়াও আরও অনেককে।সিরিজের স্রস্টার ভূমিকায় করণ অংশুমান থাকলেও বদলেছে সিরিজের পরিচালক।পরিচালনার দায়িত্ব সামলেছেন কণিষ্ক ভার্মা।‘ইনসাইড এজ সিজন ৩’ যে জমজমাট হতে চলেছে তা ট্রেলার দেখলেই বেশ বোঝা যাচ্ছে।আগামী ৩ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সিরিজের স্ট্রিমিং।তার আগে বরং দেখে নেওয়া যাক ট্রেলারের ঝলক।