সিনেমার থেকে সিরিয়াল সর্বত্র দাপিয়ে কাজ করছেন অভিনেতা ইন্দ্রাশিষ রায়। এই মুহূর্তে তিনি একটি বেসরকারী চ্যানেলের ‘ধুলোকণা’ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন।কিছুদিনের মধ্যেই তাঁর অভিনীত ছবি ‘খেলা শুরু’ মুক্তি পাবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।পরিচালনা করেছেন সৌপ্তিক চক্রবর্তী। এই ছবিতেই রনিতা দাসের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে আসছেন ইন্দ্রাশিষ। অভিনেতার কথায়, ” ‘খেলা শুরু’ ছবির গল্পের নতুনত্ব আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক চিত্রনাট্য দেখলেও সাধারণত গল্প একই রকম থাকে, তবে এই ছবির গল্পে একটা নতুন ফ্লেবার রয়েছে, তাই ছবিটি করতে রাজি হয়েছি, তাছাড়া এই ছবিতে আমার চরিত্রটা বেশ অন্য ধরনের। এই চরিত্রটি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং লেগেছে ।”
এই ছবিতে অভিষেক নামে একজন শিল্পীর চরিত্রে দেখা যাবে ইন্দ্রাশিষ রায়কে, তাঁর বিপরীতে রয়োছেন রনিতা। অভিষেক একজন শিল্পী হলেও তার তাস, জুয়া খেলার মত অভ্যাস রয়েছে, এই অভ্যাস এই কাপলকে কোন পরিণতির দিকে নিয়ে যায় সেটাই দেখার।
এই করোনা মহামারির সময়েই নতুন জীবনে পা দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ” আসলে বিয়েটা ঠিক হয়েছিল ২০২০ সালে। তখনই ১৫ জানুয়ারির তারিখটা ঠিক ছিল, মহামারির সময় ভেবেছিলাম বিয়েটা পিছিয়ে দেবার কথা তবে কিছুদিন যেতেই বুঝতে পারি এই পরিস্থিতি কবে ঠিক হবে কেউ জানেনা , তাই বিয়েটা সেরে ফেললাম।”
ওটিটিতে তাঁর ছবি মুক্তি পাচ্ছে, তাঁর মতে, ওটিটির রমরমাতে সকলের ভালো হয়েছে। এমন বহু অভিনেতাদের কাজ দর্শকদের সামনে আসছে, আগে হয়তো তাঁদের প্রধান চরিত্রে দেখা যেতোনা, তবে এখন এই রকম বহু প্রতিভাবান অভিনেতারা দুতিনটি সিজন ধরে ভালো চরিত্র পাচ্ছেন। এটা অবশ্যই ভালো দিক। তবে সিনেমা হল বন্ধ হওয়ার ভালো বিষয় নয়। সিনেমার বড় পর্দায় ছবি দেখার আনন্দই আলাদা। তিনি জানালেন, তাঁর চারটি গুরুত্বপূর্ণ ছবি আটকে রয়েছে, পরিচালক ধ্রুব বন্দোপাধ্যায়ের ‘গোলোন্দাজ’, অরিন্দম শীলের ‘মায়া কুমারী’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘লক্ষ্মী ছেলে’। আর একটি হিন্দি ছবিও রয়েছে।
সিনেমা, সিরিয়ালে কাজ করলেও ওটিটি মাধ্যমে এখনও তেমন কাজ করেননি তিনি। তবে ‘খেলা শুরু’ ছবি মুক্তির পর দর্শকদের রিপোর্ট কার্ড দেখার অপেক্ষায় অভিনেতা। তাঁর কথায় ,”দর্শক দেখে ঠিক করুক , দর্শকরা না দেখলে যেকোন কাজের মান বোঝা যায়না। “নতুন বিয়ে হলেও কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ইন্দ্রাশিষ, তাঁর মতে কাজে ব্যস্ত থাকাই মঙ্গলের বিষয়। তবে কাজের ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত জীবনের জন্য সময় করেই ফেলেন ।
সিরিয়ালের কাজের ব্যস্ততার মধ্যেও’খেলা শুরু’র অপেক্ষায় অভিনেতা ইন্দ্রাশিষ।