রথযাত্রার দিন প্রতি বছর নিজের হাতে জগন্নাথ দেবকে সাজিয়ে পুজো করেন ‘শ্রীময়ী’ ইন্দ্রানী হালদার । করোনা পরিস্থিতিতে পরিজনদের ডেকে উৎসব পালন করতে পারছেন না অভিনেত্রী। তবে নিজের হাতে জগন্নাথ দেবকে সাজিয়ে পুজো করবেন তিনি। রাত পোহালেই রথযাত্রা। আজ পুজোর আয়োজনে ব্যস্ত নায়িকা। তার মাঝেই ফোনে কথা বললেন কলকাতা টিভির প্রতিনিধির সঙ্গে। কেমন প্রস্তুতি চলছে জানতে চাইলে ইন্দ্রাণী হালদার বলেন, ” সব নিজের হাতে করতে হচ্ছে। কোভিড এর কারনে বন্ধুবান্ধব কাউকেই ডাকতে পারছিনা। প্রতিদিন শ্যুটিং থেকে ফিরে একটু একটু করে কাজ এগিয়ে রেখেছি, এখন ঠাকুরের আসন পরিস্কার করে সাজাচ্ছি। “
প্রতিবছর জগন্নাথ দেবকে একটি বিশেষ থিমে সাজান নায়িকা, নিজেও সেই রঙেরই পোশাক পরেন। এই বছরের থিম নিয়ে তিনি বললেন, ” এই বছর আমার ঠাকুরের সাজের থিম ‘প্রকৃতি”। আসলে প্রকৃতি যেন রুষ্ঠ হয়েছে, তাই এই বছর ঝকঝকে নয়, ফুল, পাতা দিয়ে শান্ত স্নিগ্ধ রুপে সাজাবো জগন্নাথ দেবকে। এই বছর লাল আর হলুদ রঙকেই বেছে নিয়েছি থিম হিসেবে। ঠাকুরের সব পোশাকে লাল আর হলুদের ছোঁয়া থাকবে। লাল আর হলুদ রঙের ফুলে সাজাবো ঠাকুরের রথ ও সিংহাসন । আমি নিজেও হলুদ রঙের শারীতে সাজবো। নিজের হাতে ঠাকুরকে সাজাতে এক পরম তৃপ্তি থাকে। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা থাকবে সব যেন স্বাভাবিক হয় আবার।”
অভিনেত্রী ইন্দ্রানী হালদার তাঁর ‘শ্রীময়ী’ সিরিয়ালে যেমন ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত আছেন ,তেমনি রিয়েল লাইফে বাড়িতে জগন্নাথ দেবের পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছেন।