ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী- রাজনীতিবিদ কিরণ খের। দীর্ঘ চিকিৎসার পর আপাতত সুস্থ কিরণ। ফিরছেন কাজের জগতে। ফের একবার ‘ইন্ডিয়াজ্ গট ট্যালেন্ট’-এর মঞ্চে বিচারকের আসনে দেখা মিলবে কিরণের। শিল্পা শেট্টি এবং বাদশাহ-র সঙ্গে শো-এর নবম সিজনে বিচারকের দায়িত্ব পালন করবেন অভিনেত্রী। সদ্য নিজেই জানালেন এই সুখবর।
কাজে ফেরা সম্পর্কে কিরণ বলছেন, ‘ইন্ডিয়াজ্ গট ট্যালেন্ট’-এর মঞ্চে ফেরা তাঁর কাছে অনেকটা ঘরে ফেরার মতো। দীর্ঘ ন’বছর ধরে এই শো-এর বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। সারা দেশের অনামী ট্যালেন্টদের খুঁজে বের করে যেভাবে তাঁদের স্পটলাইটের তলায় নিয়ে আসে এই রিয়েলিটি শো- তার প্রশংসাও করেছেন কিরণ।
শিল্পা শেট্টি আর বাদশাহের সঙ্গে বিচারকের দায়িত্ব ভাগ করে নেওয়াও কিরণের কাছে বাড়তি আনন্দের। শো-এ অংশ নেওয়া অচেনা- অনামী ট্যালেন্টদের সঙ্গে সময় কাটানোর জন্যে একেবারে মুখিয়ে আছেন কিরণ। শ্যুটিং শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অভিনেত্রী।