ওয়েব ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনার(Seriously injured in car accident) কবলে পড়েছেন ইন্ডিয়ান আইডলের ১২তম সিজনের(Indian Idol 12) বিজয়ী পবনদীপ রাজন(Winner Pawandeep Rajan)। সোমবার ভোররাত ৩টা ৪০ মিনিটে আহমেদাবাদে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় এই গায়ক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি গায়ক । ‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’- এর বিজেতা হিসেবেই খ্যাতির শিরোনামে পৌঁছন পবনদীপ রাজন। গানের রিয়ালিটি শোয়ে তাঁর সুরেলা কণ্ঠের মুর্চ্ছনায় মেতেছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী।
আরও পড়ুন:মেট গালার লাল গালিচায় হাঁটবেন ‘বেঙ্গল টাইগার’, উড়ে গেলেন আমেরিকা
দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে আর কেউ ছিল কিনা সেসব কিছু জানা যায়নি। হাসপাতাল থেকে ভাইরাল হওয়া এক ভিডিও থেকেই গায়কের দুর্ঘটনা খবর পাওয়া যায়। পবন এর চোর বেশ গুরুতর। হাসপাতালের বিছানায় তাকে অচৈতন্য অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। তার ডান হাত এবং বা পায় মারাত্মক জোট লেগেছে। চিকিৎসা চলছে। যদিও কোন অফিসিয়াল বিবৃতি কোন পক্ষ থেকেই পাওয়া যায়নি।
জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। এই প্রতিযোগিতার ১২তম আসরে বিজয়ী হন ভারতের উত্তরখন্ডের পবনদীপ। অডিশনের পর থেকেই গান দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেন পবন। এ আসরে দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন অরুণিতা। প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের আগে পবনদীপ ২০১৫ ভয়েস অফ ইন্ডিয়ার সিজন ১ এর উইনার ছিলেন। মারাঠি ছবিতে মিউজিক ডিরেকশনের কাজও করেছেন। গান গেয়েছেন হিন্দি ও মারাঠি ছবিতেও। একাধিক কনসার্ট করেছেন বিদেশে। উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে পেয়েছেন ‘ইয়ং অ্যাম্বাসাডর অফ উত্তরাখন্ডে’-র শিরোপা। গান গেয়ে মন জয় করাই শুধু নয় পবন গিটার, কি বোর্ড, তবলা, ঢোলকের মত যন্ত্র বাজাতেও ওস্তাদ।