আমেদাবাদ: অস্ট্রেলিয়ার (Australia) কাছে বিশ্বকাপ ফাইনালে (CWC 2023 Final) হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি ভারতবাসী। টানা ১০টা ম্যাচ অপ্রতিরোধ্য একটা দল আচমকা মুখ থুবড়ে পড়েছে। তাই শোকের সঙ্গে খানিকটা বিস্ময়ও মিশে আছে। কিন্তু সবরমতীর তীরে যাঁদের স্বপ্নের অপমৃত্যু ঘটল সেই ভারতীয় ক্রিকেটারদের কী অবস্থা? কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় সেসব ব্যক্ত করলেন।
শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) টুইট করে লিখলেন, “আমাদের মন ভেঙে গিয়েছে। এটা এখনও হজম হয়নি এবং আরও কিছুদিন হবে না। এই বিশ্বকাপ এক অভিজ্ঞতা যা আমাকে এতকিছু শিখিয়েছে এবং আমি যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। বিসিসিআই (BCCI), টিম ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ, টিমমেটরা এবং ফ্যানরা যাঁরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকেছেন, সবাইকে ধন্যবাদ। এবং দুর্দান্ত বিশ্বকাপ সফরের জন্য গোটা অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন।”
We’re heartbroken, it still hasn’t sunk in and it won’t for a while. My first World Cup was an experience that has taught me so much and made me grateful for everything that’s come my way. Thank you to the @BCCI, team management, support staff, my teammates and you the fans for… pic.twitter.com/I6GG2VmT1b
— Shreyas Iyer (@ShreyasIyer15) November 20, 2023
আরও পড়ুন: পদানত বিশ্বকাপ, এ কী কাণ্ড করলেন মার্শ
We had a great tournament but we ended up short yesterday. We are all heartbroken but the support of our people is keeping us going. PM @narendramodi’s visit to the dressing room yesterday was special and very motivating. pic.twitter.com/q0la2X5wfU
— Ravindrasinh jadeja (@imjadeja) November 20, 2023
রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ভারতীয় ড্রেসিং রুমে প্রধানমন্ত্রীর আসার ছবি দিয়ে লিখলেন, “টুর্নামেন্ট দারুণ চলছিল কিন্তু গতকাল আমরা হেরে গিয়েছি। আমাদের সবার মন ভেঙে গিয়েছে তবে দেশের মানুষের সমর্থন আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ড্রেসিং রুমে আগমন খুবই স্পেশ্যাল এবং অনুপ্রেরণা দিয়েছে।” শুভমান গিল এবং মহম্মদ শামি (Mohammad Shami) কিছু না লিখলেও ছবি শেয়ার করেছেন।
Mighty mighty heartbreak last night? ?.
Everyone in the team had several days to remember during this campaign?? and special mentions to @imVkohli @MdShami11 @ImRo45 and @Jaspritbumrah93 ??.
However I can’t help but applaud the giants of modern day cricket “Australia”.…
— Ashwin ?? (@ashwinravi99) November 20, 2023
বিশ্বকাপে মাত্র একটা ম্যাচ খেলা রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) লিখলেন, “গতকাল রাতে বিরাট, বিরাট হৃদয়ভঙ্গ। এই বিশ্বকাপে দলের প্রত্যেক সদস্য অনেকগুলো দিন মনে রাখবে। আমি বিশেষভাবে উল্লেখ করব বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরার নাম। তবে, আধুনিক যুগের ক্রিকেটের দৈত্য অস্ট্রেলিয়ার প্রশংসা না করে পারছি না। গতকাল ওরা মাঠে যা করেছে তা অবিশ্বাস্য। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিনন্দন।”