বিশ্ব চলচ্চিত্র উৎসবের অন্যতম জমজমাট আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবে ৭৪ তম আসরে শ্রেষ্ঠ মডেল নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মডেল অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি। প্যারিস থেকে এ সংবাদ তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছেন আমি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েছি যে কথা বলা তো দূরে থাক আমি আমার অনুভূতি লিখে প্রকাশ করতে পারছি না। কানের মাটিতে শ্রেষ্ঠ মডেলের অ্যাওয়ার্ড পাওয়া আমার কাছে স্বপ্নের মতো লাগছে।
প্রসঙ্গত বিশ্বের নানান দেশ থেকে নামিদামি মডেলরা এই উৎসবে অংশ নিয়েছিলেন। প্রিয়তির জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায়। শৈশব এই শহরে কাটলেও কৈশোরে তিনি পাড়ি জমান আয়ারল্যান্ডে। ২০১৪ সালে প্রিয়তি মিস আয়ারল্যান্ড’ প্রতিযোগিতায় বিজয়ের মুকুট মাথায় তুলেছিলেন। এছাড়া মিস আর্থ প্রতিযোগিতায় ২০১৬ সালে রানারআপ হয়েছিলেন। সম্প্রতি প্রিয়তি চলচ্চিত্রের আঙিনায় পা রেখেছেন। ‘ওয়ান্ডারল্যান্ড’ ছবিতে তিনি প্রথম কাজ করেন। তার অভিনীত দ্বিতীয় আইরিশ চলচ্চিত্র ‘কোকোলান’। এছাড়া ‘দ্য মাউন্টেন অফ সেরেনিটি’ ছবিতেও তিনি কাজ করেছেন। তিনটি ছবির পরিচালক আয়ারল্যান্ডের কিয়ারন ডেভিস।
কান চলচ্চিত্র উৎসব ছবি প্রদর্শন ছাড়াও ফ্যাশন দুনিয়ার সাম্প্রতিকতম প্রকাশকে তুলে ধরার একটি অত্যন্ত ঐতিহ্যময় প্ল্যাটফর্ম। এবছর ভারতীয় অভিনেতা তথা মডেল নিধি সুনিল তার আসন্ন ছবি ‘অল ওয়ান্ট ওয়েল’ প্রদর্শনের আগে ৭৪ তম কান ফেস্টিভ্যালের রেড কার্পেটে আত্মপ্রকাশ করলেন। নিখুঁত ফেব্রিকের তৈরি একটি সাদা স্লিভলেস গাউন পড়ে রেড কার্পেটে হাঁটলেন।