বেনোনি: বেনোনির উইলমোর পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনাল (U-19 WC Semi-Final)। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক উদয় সাহারণ (Uday Saharan)। শেষ অবধি ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে উঠল ভারত। যদিও ফাইনালের পথে ভারতের শুরুটা একেবারেই ভালো হয়নি। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তুললেন মহারাষ্ট্রের ছেলে সচিন ধাস (Sachin Dhas)। তৈরি হল এক নয়া ইতিহাস, দলের অধিনায়ক উদয় সাহারানের সঙ্গে মিলে দলকে জেতালেন সচিন।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত (India National Under-19 Cricket Team)। সচিনের ৯৬ রানের ঝকঝকে ইনিংস দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই বিশ্বকাপে পরাজিত করল। ৪ রানের জন্য শতরান হাতছাড়া হলেও তিনি বুঝিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেটে তিনি দীর্ঘ দিন থাকতে এসেছেন। বল হাতে ৩ উইকেটের পাশাপাশি শেষ দিকে মহামূল্যবান ছক্কা মারলেন রাজ লিম্বানি (Raj Limbani)। ৮১ রান করে অধিনায়কের ইনিংস খেললেন উদয়। এই তিন জনের কাঁধে ভর দিয়ে ফাইনালে উঠল ভারত।
আরও পড়ুন: আইপিএলের আগে মা দুর্গার পুজো দিয়ে এলেন ধোনি
সেমি ফাইনালের লড়াইয়ে বেনোনির ২২ গজে উদয়ের থেকে বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল সচিনকে। ভারত যখন ৩২ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাঁসা, তখন হাল ধরেছিলেন সচিন। ৯৫ বলে ৯৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন তিনি। হাঁকান ১১টি চার এবং একটি ছক্কা। কিন্তু মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি করা হল না সচিনের। ভারতীয় ক্রিকেটে উদয় হল নতুন সচিনের। পছন্দের ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) নামে বাবা নাম দিয়েছিলেন তাঁর। ভারতের অনূর্ধ্ব-১৯ দলে পরেন সচিনের ১০ নম্বর জার্সিই। সেমি ফাইনালের লড়াইয়ে কাজটাও করলেন সচিনের মতোই।
আরও খবর দেখুন