রাজস্থানের রাজকীয় বিয়েতে ভিক্যাট আমন্ত্রণ করতে পারেননি অনেক বলি সতীর্থদের। মধুচন্দ্রিমা সেরে নবদম্পতি ফিরে এসেছেন মুম্বইতে। অমিক্রণ এর চোখ রাঙানির মাঝেই মুম্বাইতে হতে চলেছে বিক্রি ক্যাটরিনার রিসেপশন পার্টি। বি এম সির সমস্ত রকম নিয়ম মেনেই নাকি রিসেপশন এর আয়োজন করেছেন ভিকি- ক্যাটরিনা আগামী ২০ ডিসেম্বর। মুম্বইয়ের বিলাসবহুল পাঁচতারা হোটেলে হবে এই রিসেপশন পার্টি। আয়োজন করা হয়েছে জলসার। বেশ কিছুদিন আগেই ভিকি ক্যাটরিনার পক্ষ থেকে আমন্ত্রণ পত্র চলে গেছে সবার কাছে। কিছু বলিউড সেলিব্রিটিকে নিজেরা ফোন করে আসার জন্য অনুরোধ করেছেন নবদম্পতি। শোনা যাচ্ছে এই রিসেপশন পার্টিতে নাকি শুধু সলমন খান নয় ক্যাটরিনার আর এক প্রাক্তন প্রেমিক রনবীর কাপুরও নাকি আমন্ত্রিত। এছাড়াও আমন্ত্রণ পাঠানো হয়েছে অমিতাভ বচ্চন,সলমন খান,শাহরুখ খান,আমির খান,দীপিকা পাড়ুকোন,আলিয়া ভাট, করন জোহর,বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর আনুষ্কা শর্মা, সারা আলি খানের মতো তারকাদের কাছে।