উল্কার মতো উত্থান বললেও বুঝি কম বলা হয়। সংগীতশিল্পী হিসেবে ইমন চক্রবর্তী খুব কম সময়েই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। রেয়াজ করা গলা, অসামান্য স্টেজ ম্যানেজমেন্টের দক্ষতা এবং দর্শকের চাহিদা অনুযায়ী গান গেয়ে মাতিয়ে দেওয়ার ক্ষমতাই তাকে টলি পাড়া থেকে গ্রামগঞ্জের অনুষ্ঠানে পৌঁছে দিয়েছে। প্রাক্তন ছবিতে তার গান নিয়ে এসেছে জাতীয় পুরস্কার।ছোট ছবিতে এর আগেও গায়িকা ধরা দিয়েছেন অভিনেত্রী হিসেবে। গায়িকা হিসেবে যতটা সাবলীল তিনি, ক্যামেরার সামনেও ততটাই সাবলীল অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এবার পা রাখছেন ওয়েব সিরিজের দুনিয়ায়।পরিচালক দেবাশিস সেনশর্মা নতুন একটি ওয়েব প্ল্যাটফর্মে শব চরিত্র নামে রহস্য-রোমাঞ্চ সিরিজ পরিচালনা করছেন। আর সেই ওয়েব সিরিজে ইমনের বিপরীতে দেখা যাবে একেন বাবু অনির্বাণ চক্রবর্তী। শুধু তাই নয়, ছবিতে গানও গাইবেন তিনি। শোনা যাচ্ছে ইমন ছবিতে একজন মনোবিদের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। আর এই নতুন কাজ নিয়ে রীতিমতো উত্তেজিত ইমন। নিয়মিত অনুশীলন শুরু করে দিয়েছেন নিজের মতো করে।টলিপাড়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে যে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলে গায়িকা ইমনকে হারিয়ে ফেলবে না তো ইন্ডাস্ট্রি?