মুম্বই : সোশ্যাল মিডিয়ায় বড় চমক দিলেন অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ(Ileana D’Cruz)।তিনি যে সন্তানসম্ভবা এমনটা আগেই জানিয়েছিলেন নায়িকা।সোশ্যাল সাইটে বেবি বাম্পের(Baby Bump) ছবিও শেয়ার করেছিলেন তিনি।সদ্যই ইলিয়ানা জানিয়েছেন,গত পয়লা অগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।এমনকি ছেলের নামকরণও করে ফেলেছেন ইলিয়ানা।অভিনেত্রী পুত্রসন্তানের নাম দিয়েছেন কোয়া ডলান(Koa Dolan)।আদর করে নাম ও পদবীর মাঝে ফোয়েনিক্সও(Phoenix) জুড়ে দিয়েছেন বরফি(Barfi)-র অভিনেত্রী।বাংলায় তর্জমা করলে যে নামের মানে দাঁড়ায় যোদ্ধা(Warior)।ইলিয়ানার প্রথম সন্তানের বাবা কে সেই নিয়ে রীতিমতো চর্চা ছিল নেটদুনিয়ায়।এই নিয়ে কম ট্রোলড হতে হয়নি অভিনেত্রীকে। অবশেষে ছেলের নাম প্রকাশ্যে আসার পরই ইতি ঘটেছে জল্পনায়। শোনা যাচ্ছে,বয়ফ্রেন্ড মাইকেল ডোলানের সঙ্গে গত ১৩ মে চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন ইলিয়ানা ডি ক্রুজ।শনিবার রাতেই বরফি অভিনেত্রী ছেলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানান,গত ১ অগস্টই পুত্র সন্তান কোয়ার জন্ম দিয়েছেন তিনি।পাশাপাশি নায়িকা আরও লিখেছেন,তাঁদের ছেলেকে পৃথিবীতে আনার আনন্দে তিনি এতটাই খুশি যে তা প্রকাশ করার জন্য কোনও কথায় যথার্থ নয়।নতুন মা ইলিয়ানাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নার্গিস ফকরি,অর্জুন কাপুর,আথিয়া শেট্টি থেকে শুরু করে আরও অনেকেই।
View this post on Instagram
এপ্রিল মাসেই দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন তিনি সন্তানসম্ভবা।এবং সন্তানকে দেখার অপেক্ষায় দিন গুণছেন তিনি।এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে ইলিয়ানার সন্তানের বাবা কে?যদিও তার সোজাসুজি তার খোলসা আর করেননি ইলিয়ানা।অবশেষে গতকাল রাতেই ইলিয়ানা ডি ক্রুজ জানিয়ে দেন,১অগস্ট ছেলে কোয়ার জন্ম দিয়েছেন তিনি।ছেলের নাম রেখেছেন কোয়া ফোয়েনিক্স ডোলান।তাতেই তোলপাড় পড়ে যায় সর্বত্র।অনেক খোঁজখবর করে জানা গিয়েছে গত ১৩মে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিশেষ বন্ধু মাইকেল ডলানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।শুধু তাই নয়,সেদিন বিয়ের রেজিস্ট্রেশনও করেছেন তাঁরা।